কুয়াশার চাদর মুড়ি দিয়ে আগমন ঘটে শীতের। কারো কারো কাছে শীত বেশ রোমাঞ্চকর একটি ঋতু। তবে এই সময় আবহাওয়া আমাদের স্কিন করে তোলে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই প্রয়োজন হয় ত্বকের বাড়তি যত্ন। শীতের শুরু থেকে সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ার করলে এই বৈরী আবহাওয়াতেও আপনি থাকবেন প্রানবন্ত ও সতেজ।
সব ঋতু যেমন এক হয়না তেমনি সব মানুষের স্কিন টাইপও এক হয়না। তাই এই শীতে আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট বাছাই করাটা জরুরি। চলুন দেখে আসি আমাদের স্কিন টাইপ অনুযায়ী কিছু শীতের স্কিন কেয়ার প্রোডাক্ট…
CeraVe Moisturising Cream For Dry To Very Dry Skin
যাদের স্কিন অনেক ড্রাই শীতকাল তাদের জন্য আরও কাল হয়ে দাঁড়ায় কেননা শীতের আবহাওয়া তাদের স্কিনকে আরও বেশি ড্রাই করে দেয়। তাই যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট প্রোডাক্ট এই ক্রিমটি।
প্রোডাক্টটি ব্যবহারে আপনি যা যা উপকার পাবেন তা হলোঃ
- ক্রিমটিতে থাকা হায়ালুরনিক এসিড এবং Ceramides ড্রাই স্কিনকে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড করে।
- ক্রিমটি স্কিনের ড্রাইনেস এবং ইচিং দূর করে।
- স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে।
- ক্রিমটিতে রয়েছে ৩ ধরনের এসেনশিয়াল ceramides যা ময়েশ্চার লক করে এবং স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার রিস্টোর করে।
- ক্রিমটি দ্রুত অ্যাবজর্ব হয়ে স্কিনকে নারিশ, স্মুথ এবং হাইড্রেট করে।
- ক্রিমটি নন-কমেডোজেনিক।
CeraVe SA Lotion for Rough & Bumpy Skin
আপনার কি একনে প্রন স্কিন? মুখে কোনো ক্রিম ইউজ করলে আরও ব্রেক আউট বেড়ে যায়? তাহলে CeraVe SA Lotion টি আপনার জন্য।
যা যা উপকার পাবেন লোশনটি ব্যবহার করেঃ-
- লোশনটির একটিভ ইনগ্রিডিয়েন্টস হলো স্যালিসাইলিক এসিড এবং হায়ালুরনিক এসিড। স্যালিসাইলিক এসিড স্কিনকে এক্সফোলিয়েট করে এবং স্কিনকে করে হেলদি এবং স্মুথ। অন্যদিকে, হায়ালুরনিক এসিড স্কিনকে হাইড্রেটেড রাখে।
- লোশনটিতে রয়েছে MVE technology যা ২৪ ঘন্টা স্কিনকে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখে।
- এতে রয়েছে ৩ ধরনের Ceramides Essential যা স্কিনকে হেলদি করে।
- লোশনটি ক্ষতিকর সুগন্ধি ফ্রি তাই ইরিটেশন হওয়ার ভয় নেই।
Cetaphil Advanced Relief Lotion With Shea Butter
শিয়া বাটার স্কিনকে সফ্ট ও নারিশ করে এবং ড্রাই স্কিনকে স্মুথ করে।
লোশনটি ব্যবহার করলে আপনি যে যে উপকার পাবেন তা হলোঃ-
- লোশনটি লাইট ওয়েট হওয়ায় খুব সহজেই আপনার মুখ এবং শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে।
- লোশন টি হাইপো-এলার্জেনিক হওয়ায় যারা মুখ ও শরীরে কিছু ইউজ করলেই এলার্জি দেখা দেয় তারাও নিশ্চিন্তে এই লোশন টি ব্যবহার করতে পারবেন।
- ৯৪% কাস্টমার লোশনটি একবার ব্যবহার করার পর লক্ষ্য করেছে তাদের স্কিন সম্পূর্ণ হাইড্রেটেড হয়েছে।
- এটি সেনসিটিভ স্কিন টাইপের মানুষও ব্যবহার করতে পারবে যা ক্লিনিকালি প্রমাণিত এবং একই সাথে ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড।
- এই লোশনটিতে কোনো কৃত্রিম Fragrance ব্যবহার করা হয়নি। তাই যাদের Fragrance এ ইরিটেশন হয় তারা সেফলি এটি ব্যবহার করতে পারবেন।
- এই লোশনটিতে ক্ষতিকর প্যারাবেন ফ্রি।
Innisfree Olive Real Body Lotion টি ব্যবহার করলে আপনি যে যে বেনিফিট পাবেন তা নিচে দেওয়া হলোঃ-
- এতে রয়েছে অলিভ যা আপনার স্কিনকে ডিপ ময়েশ্চার করবে।
- লোশনটি বডিতে ব্যবহার করার ফলে আপনি হাইড্রেটেড ফিল করবেন।
- বডির স্কিন করবে সফ্ট এবং নারিশ।
- বডি লোশনটি নন গ্রিজি ফিল দেয়।
কোথা থেকে কিনবেন?
স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার এর সমস্ত প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন চারদিকে.কম ওয়েবসাইট-এ। তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের সাথেই থাকুন।