আপনার কি ড্রাই স্কিন? স্কিনে কোনো ক্রিম লাগালেই স্কিন আরও ড্যামেজ হয়ে যাচ্ছে? তাহলে Cosrx Hyaluronic Acid Intensive Cream টি আপনার জন্য। এই ক্রিমের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে রয়েছে হায়ালুরনিক এসিড যা আপনার স্কিন কে হাইড্রেড রাখতে সাহায্য করে।
স্কিনের যত্নে হায়ালুরনিক এসিড
হেলদি স্কিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্কিনে পানির ভারসাম্য ঠিক থাকবে। হায়ালুরনিক এসিড এমন একটি উপাদান যা আমাদের স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে। এটি আমাদের স্কিনের আউটার লেয়ারে পানি ধরে রাখে এবং ওয়াটার লস কে প্রিভেন্ট করে। যখন কোনো ক্রিম আপনার স্কিনে ওয়াটার লস প্রিভেন্ট করবে তখন আপনার স্কিন হেলদি, গ্লোয়িং এবং ব্রাইট মনে হবে। স্কিনে পানির ভারসাম্য যখন কমতে থাকে তখন আমাদের স্কিন হয়ে ওঠে নিষ্প্রাণ। তাই স্কিনকে সতেজ, উজ্জ্বল, প্রাণবন্ত দেখাতে চাইলে ব্যবহার করুন হায়ালুরনিক এসিড সমৃদ্ধ ইনটেনসিভ ক্রিমটি।
Cosrx Hyaluronic Acid Intensive Cream এর উপকারিতা
- হায়ালুরনিক এসিড সমৃদ্ধ ক্রিম ব্যবহারের ফলে আপনার স্কিন ফিরে পাবে আর্দ্রতা। এটি স্কিনের সেলগুলোকে হাইড্রেড করে।
- ত্বকের একনে, র্যাশ দূর কিংবা ত্বকের ব্যারিয়ার রিপেয়ার করে ত্বককে ময়েশ্চারাইজড করে তোলে
- হায়ালুরনিক এসিড ব্যবহার করলে স্কিনে কোলাজেন বুস্ট হয় যার ফলে স্কিনে ফাইন লাইন পরে না
- স্কিনকে রোদে পোড়া ভাব থেকে রক্ষা করে।
- বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের পোরসগুলো বড় হতে থাকে। এই ক্রিম ব্যবহারের ফলে পোরসগুলো বড় দেখায় না।
- ড্রাই স্কিনে অনেক সময় অতিরিক্ত ড্রাইনেসের কারণে ফাইন লাইন দেখা দেয়। রিংকেলস ও ফাইন লাইনস কমাতে সহায়ক এই ক্রিম টি।
অনেকেই মনে করে শুধু ড্রাই স্কিনের জন্য হায়ালুরনিক এসিডটি দরকার স্কিনের আর্দ্রতা বজায় রাখার জন্য। আসলে অল টাইপ স্কিনের জন্যই এই এসিডটি উপকারী কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে অনেক সময় হাইড্রেশন কমতে থাকে। তাই ড্রাই, অয়েলি কিংবা নরমাল স্কিনের জন্য হায়ালুরনিক এসিড সমৃদ্ধ ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন।
পরিশেষেঃ আপনি যদি বাজেট ফ্রেন্ডলি নাইট ক্রিম কিংবা ময়েশ্চারাইজিং ক্রিম খুঁজে থাকেন তাহলে আপনার জন্য হাইলি রিকমন্ডেড ক্রিমটি হলো Cosrx Hyaluronic Acid Intensive Cream. ক্রিমটি আপনি আমাদের চারিদিকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ক্রিমটি।