আপনার চোখের যত্নে ৫ টি আই ক্রিম

চোখের যত্নে আই ক্রিম

আই এরিয়া বা চোখের চারপাশ নিয়ে খুব কম সচেতন থাকা হয়। অনেকেরই প্রশ্ন থাকে আইক্রিম কেন আলাদা করে ইউজ করতে হবে যেখানে স্কিনে অনেক ধরনের প্রোডাক্ট প্রতিদিন অ্যাপ্লাই করা হয়।

প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে একটি ভালো মানের আইক্রিম রাখা জরুরী কারন স্কিনে যেমন সারাদিনের ব্যস্ততার ছাপ পড়ে তেমনি চোখের আশেপাশের এরিয়াতেও পড়ে। যতবার চোখের পলক ফেলা হয়, চোখ কুঁচকানো হয়, হাসা হয় ততবারই কিন্তু চোখের আশেপাশের পেশি বা মাসল ব্যবহার হয়। তাই দেখা যায় সবথেকে বেশি ওয়ার্কআউট  করা হয় কিন্তু চোখেরই। যার কারনে আই এরিয়ার কোলাজেন প্রোডাকশন কমে যেতে থাকে। আবার চোখের আশাপাশে ড্রাইনেস এর ছাপ দেখা যায়। যার ফলে আস্তে আস্তে আই এরিয়াতে রিংকেলস, ডার্ক সার্কেল পড়তে থাকে। যখন খেয়াল করা হয় ততদিনে দেখা যায় চোখের নিচে বেশ খানিকটা জুড়ে কালো দাগ, চোখের আশেপাশের স্কিনে ইলাস্টিসিটি হারিয়ে ফেলে নিষ্প্রাণ হয়ে গেছে।

তাই স্কিনকেয়ার এর পাশাপাশি আই এরিয়ার ও কেয়ার করা উচিত বলে ডার্মাটোলজিস্টরা মনে করেন।

কেননা চোখের চারপাশের এরিয়াতেও পর্যাপ্ত হাইড্রেশন ও ময়শ্চার দরকার।

আই এরিয়ার হাইড্রেশন ও ইলাস্টিসিটি ধরে রাখার জন্য যেসব ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ভালো কাজ করে সেগুলো হলো caffeine, hyaluronic acid, peptides, snail, honey এবং অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে retinol ও ceramides। তাই এসব ইনগ্রেডিয়েন্ট যুক্ত আইক্রিম যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে আই এরিয়ার কোলাজেন প্রোডাকশন ঠিক থাকে ফলে ইলাস্টিসিটি ইমপ্রুভ হয়।

৫টি রেকমেন্ডেড আইক্রিম যা একটি  প্রপার স্কিনকেয়ার রুটিনে থাকা জরুরী

Cosrx Advanced Snail Peptide Eye Cream

Cosrx Advanced Snail Peptide Eye Cream- 25ml

  • এটি এমন একটি আইক্রিম যা peptide, niacinamide আর snail mucin এর সমন্বয়ে তৈরী যা চোখের চারপাশের স্কিনে কোলাজেন প্রোডাকশন বাড়ায়, ডার্ক সার্কেল কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় এবং হাইড্রেটেড রাখে।
  • লাইটওয়েট আর নন গ্রিজি হওয়ায় ভারী মনে হয়না।

Skinfood Royal Honey Essential Eye Cream

Skinfood Royal Honey Essential Eye Cream- 30ml

  • হানি এক্সট্র্যাক্ট ও শিয়া বাটার এ সমৃদ্ধ একটি আইক্রিম যা চোখের চারপাশের ত্বককে রিংকেল ফ্রি, স্মুদ ও ময়শ্চারাইজড রাখে
  • চোখের চারপাশের ত্বক উজ্জ্বল ও হাইড্রেট রাখে

Iunik Propolis Vitamin Eye Cream For Eye & Face

Iunik Propolis Vitamin Eye Cream For Eye & Face- 30ml

  • ফেইস ও আই এরিয়ার স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় ও স্কিন সফট রাখে
  • Propolis extract ও Hippohae Rhamnoides fruit extract স্কিনকে সুথিং রাখে এবং পর্যাপ্ত পুষ্টি যোগায় যা ত্বকের রেডিয়্যান্স ধরে রাখতে সাহায্য করে
  • ফেইস ও চোখের চারপাশের স্কিনে ফাইন লাইনস ও রিংকেলস কমায়

Some By Mi তাদের প্রোডাক্ট লাইনে নতুন আই ক্রিম নিয়ে এসেছে যা আপনার ডার্ক সার্কেল কমাতে অনেক হেল্প করবে। কারন এতে আছে

Some By Mi Retinol Intense Advanced Triple Action Eye Cream- 30ml

  • Retinol এর মতো অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট যা চোখের ডার্ক সার্কেল এর উপর কাজ করবে। পাশাপাশি ফাইন লাইনস এর উপর ও কাজ করে
  • Niacinamide যা ব্রাইটেনিং এ হেল্প করে
  • Hyaluronate Acid ও Panthenol স্কিন সুথিং ও হাইড্রেশন ধরে রাখার কাজ করে

Purito Centella Green Level Eye Cream

Purito Centella Green Level Eye Cream- 30ml

  • এতে আছে ৪৯% centella asiatica extract, hyaluronic acid, panthenol ও চার ধরনের peptides যা চোখের আশেপাশের স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখতে হেল্প করে এবং স্কিনকে ময়শ্চারাইজড রাখে।
  • এর ফলে আই এরিয়া সফট ও স্মুথ থাকে। পাশাপাশি ডার্ক সার্কেল ও রিংকেলস কমতে থাকে।
  • স্কিন টেক্সচার স্মুথ করে
  • পোরস মিনিমাইজ করে
  • আই এরিয়ার ইরিটেশন কমায়

1 I like it
1 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.