হাতের খসখসে ভাব দূর করার উপায়

হাতের খসখসে ভাব দূর করার উপায়

অনেকেই রূপচর্চা বলতে শুধু মুখের যত্নকে বুঝে থাকে। কিন্তু রূপচর্চার ষোল আনা পূর্ণ হয় যখন আপনার সুন্দর মুখের সাথে মসৃণ চুল ও কোমল হাত বিদ্যমান থাকে। শীতের মৌসুমে অনেকের হাত খসখসে হয়ে যায় তবে কারো কারো সারা বছরই হাতে খসখসে ভাব বিরাজ করে। হাত শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রাণ লাগে।

হাত খসখসে হওয়ার কারণ- হাতের ত্বক খসখসে হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলোঃ-

  • এসি রুমে থাকার কারণে অনেকের হাত খসখসে, শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে।
  • জামা-কাপড় ধোয়াতে রাসায়নিক ডিটারজেন্ট ও সাবান ব্যবহার হাতের কোমলতা নষ্ট করে হাতকে করে তোলে নিষ্প্রাণ।
  • শীতের মৌসুমে ঠান্ডা আবহাওয়া, অল্প আর্দ্রতা আমাদের সকলের হাত-পা-ই শুষ্ক করে তোলে।
  • বংশগত কারণে অনেকেরই সারা বছর হাতে খসখসে ভাব বিরাজ করে।
  • যারা আকাশ পথে নিয়মিত ভ্রমণ করে তাদের ত্বকও শুষ্ক হয়ে যায়।
  • ভিটামিন এ, বি, জিংক ও ফ্যাটি এসিডের অভাব হলেও ত্বকে খসখসে ভাব আসে।

হাতের শুষ্কতা দূর করতে ব্যবহার করুন শিয়া বাটার সমৃদ্ধ ময়েশ্চারাইজিং ক্রিমঃ
শিয়া বাটার মূলত এক ধরনের ফ্যাট যা গাছ এর নির্যাস থেকে পাওয়া যায়। এতে রয়েছে ভিটামিন এ, ই এবং ফ্যাট। এই উপাদানগুলো থাকার কারণে শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহারে আপনার হাত সব সময় হাইড্রেটেড থাকবে। এছাড়াও আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করবে৷ আরও যে সব কারণে শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করবেন তা হলোঃ-

  • শিয়া বাটার সমৃদ্ধ ময়েশ্চারাইজিং ক্রিম ত্বকের ময়েশ্চার লক করে। এটি ত্বকের শুষ্কতা দূর করে হাতকে হাইড্রেটেড রাখে।
  • এতে রয়েছে ভিটামিন ও মিনারেলস তাই এটি হাতের ত্বককে ভেতর থেকে কোমল করতে সাহায্য করে।
  • শিয়া বাটারে বিদ্যমান উপাদান ত্বকের কোলাজেন বুস্ট করতে সাহায্য করে। ফলে হাতের ত্বক তার হারানো উজ্জ্বলতা ফিরে পায়।
  • শিয়া বাটারে রয়েছে সিনামিক এসিড যা হাতের র‍্যাশ, চুলকানি বা প্রদাহ কমাতে সহায়ক।

এখন নিশ্চয়ই ভাবছেন শিয়া বাটারে এতো গুন! কিভাবে পাবো ভালো ব্র‍্যান্ডের শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম? এতো চিন্তার কারণ নেই। আমি আপনাকে রিকমেন্ড করছি Skinfood ব্র‍্যান্ডের Sheabutter Perfumed Hand Cream. এই ক্রিমটি আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ৮ টি ফ্লেভারে! Grape Fruit, Grape, Honey, Mask, Peach, Pomegranate, Jasmine and Rose ফ্লেভারে! Skinfood Sheabutter Perfumed Hand Cream ক্লেইম করে তাদের প্রতিটি 30ml ক্রিম ব্যবহার করে আপনি যে যে বেনেফিট পাবেন তা হলোঃ-

  • শুষ্ক ত্বককে নারিশ এবং ময়েশ্চারাইজড করবে।
  • আপনার হাত হবে আগের থেকে অনেক নরম ও কোমল।
  • হাতের উজ্জ্বলতা আগের থেকে অনেক গুন বাড়বে।
  • হাতের রিংকেল ও বয়সের ছাপ কমে যাবে।
  • হাতের যে কোনো কালো দাগ রিমুভ হবে।
  • এটি ব্যবহারে আপনি পাবেন ইনস্ট্যান্ট ব্রাইটেনিং লুক। তাই মেকাপ করার সময় হাত কে ব্রাইটেনিং করতে ব্যবহার করুন এই হ্যান্ড ক্রিম টি।
  • এই ক্রিমে রয়েছে শিয়া বাটার যা স্কিনে ব্যবহারের ফলে স্কিন অনেক সময় হাইড্রেটেড থাকবে।
  • পুরুষ এবং মহিলা সবাই এটি ব্যবহার করতে পারবে।

এই ক্রিম টি আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারবেন। তবে হাত ধোয়ার পর হাত খসখসে লাগলে অ্যাপ্লাই করুন। এসিতে অনেক্ষন কাজ করলে এই ক্রিম টি ব্যবহার করুন এতে হাত হাইড্রেটেড থাকবে। হাতে ব্রাইটেনিং লুক আনার জন্য মেক-আপ করার সময় ক্রিম টি ব্যবহার করুন। এছাড়াও রাতে হাতের যত্নেও আপনি ব্যবহার করতে পারেন ক্রিমটি।

পরিশেষেঃ এত গুন সমৃদ্ধ ক্রিম টি কেনার জন্য আপনার আর তর সইছে না? তাহলে এখনি চারদিকে ওয়েবসাইট ভিজিট করে কিনে ফেলুন আপনার পছন্দসই ফ্লেভারের হ্যান্ড ক্রিম টি।

1 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.