ত্বকের আরাম নিশ্চিত করুন স্কিন রিলিফ নারিশিং ক্রিম দিয়ে

pour la peau 1

সকালে বাইরে বের হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন মুখে লালচে র‍্যাশ হয়েছে। একটু অবাকই হলেন। কারণ বাহির থেকে এসে ফেইস ক্লিন করে ঘুমানোর আগে ক্রিম অ্যাপ্লাই করছেন। স্কিনকেয়ার রুটিনে খুব একটা হেরফেরও হচ্ছে না। যদিও কয়েকদিন ধরে স্কিন কিছুটা ড্রাই ফিল হচ্ছিল। তাই বলে র‍্যাশ হবে এটা বুঝতেই পারেননি। – এই যে সমস্যাটা এটা আমাদের অনেকেরই হয়। কেউ কেউ ব্রণের সমস্যায় ভোগেন, কারও আবার রিংকেলস ভিজিবল হতে থাকে অল্প বয়সেই। এসব সমস্যা হয় যদি আপনার ত্বক হাইড্রেটেড বা ময়েশ্চারাইজড না থাকে, প্রোপার স্কিনকেয়ার রুটিন মেইনটেইন করা না হয়, কেমিক্যাল হার্শ হলে। এক কথায় স্কিনে সুদিং ফিল না হলে প্রবলেম বাড়তে থাকে। তাই ত্বকের আরাম নিশ্চিত করতে স্কিনকেয়ার রুটিনে যুক্ত করতে হবে এমন ক্রিম বা ময়েশ্চারাইজার যেটি স্কিনকে এসব সমস্যা থেকে রিলিফ দিবে। আজ আপনাদের এমনই একটি স্কিন রিলিফ নারিশিং ক্রিম সম্পর্কে জানাবো।

স্কিনে ট্রাবল কেন হয়?

ত্বকের আরাম নিশ্চিত করার আগে আমাদের জানতে হবে স্কিন ট্রাবল কেন হয়। ফেইস ডাল হয়ে যাওয়া, একনে প্রবলেম হওয়া, র‍্যাশ ওঠার সমস্যাগুলোর মূল কারণ জানার চেষ্টা করতে হবে। ফেইসে যে সমস্যাগুলো আমরা কখনোই চাই না, সেগুলো কেন না চাইতেই উদয় হয়? এর জন্য বেশ কয়েকটি কারণ দায়ী। যেমন-

স্কিন ট্রাবল

  • ধুলোবালি
  • আর্টিফিশিয়াল প্রোডাক্টস
  • পরিবেশ ও আবহাওয়ার নানা পরিবর্তন
  • স্ট্রেস
  • হেলথ কন্ডিশন
  • মেন্সট্রুয়াল সাইকেল
  • সূর্যরশ্মি

ত্বকের আরাম নিশ্চিতে Pour La Peau Calamine Skin Relief Nourishing Cream

ত্বকের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে এক রকম বিরক্তই হয়ে গিয়েছেন। স্কিন ট্রাবল দূর করে ত্বকের আরাম নিশ্চিত করবে এমন একটি নারিশিং ক্রিম খুঁজছেন? তাহলে স্কিনকেয়ার রুটিনে অ্যাড করে নিন Pour La Peau Calamine Skin Relief Nourishing Cream। এই ক্রিমটি স্কিনে সুদিং ফিল দিতে ইফেক্টিভলি কাজ করে। সেই সাথে স্কিনকে রাখে ক্লিন ও হেলদি। এটি একদমই স্টিকি হবে না।

ক্রিমে থাকা ইনগ্রেডিয়েন্টস

এই ক্রিমে নারিশিং এলিমেন্ট হিসেবে বেশ কয়েকটি ইনগ্রেডিয়েন্ট আছে। এর সবগুলোই স্কিনে সুদিং ফিল দেয়, স্কিন ক্লিয়ার ও হেলদি রাখে।

ত্বকের আরাম নিশ্চিতে নারিশিং ক্রিম

ক্যালামাইন পাউডার

প্রোডাক্টের নামের সাথেই এই ইনগ্রেডিয়েন্টের কথা উল্লেখ করা আছে। তাই বুঝতেই পারছেন এটি এই প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্টের একটি। ক্যালামাইন পাউডার মূলত তৈরি হয় kaolin নামক এক ধরনের খনিজ থেকে, যেটি বহু বছর ধরে প্রকৃতিতে থাকে। সংগ্রহ করার পর এটিকে পাউডার হিসেবে প্রসেস করা হয়। এটি চায়না ক্লে নামেও পরিচিত। প্রকৃতি থেকে প্রাপ্ত এই পাউডারে প্রিন্সিপাল কম্পোনেন্ট হিসেবে আছে জিংক অক্সাইড এবং অল্প পরিমাণে আছে আয়রন অক্সাইড যার কারণে এর রঙ গোলাপি হয়। অনেক ধরনের স্কিন প্রবলেমের সল্যুশন করে ত্বকের আরাম নিশ্চিত করে বলে এই পাউডারকে স্কিনের জন্য মাইল্ড অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহার করা হয়।

ক্যালামাইন পাউডারের বেনিফিটস 

একনে ট্রিট করে

ক্যালামাইন একনে প্রিভেন্ট করতে পারে, তা নয়। বরং একনে থেরাপিতে এটি ব্যবহার করা নিরাপদ। এর অ্যাস্ট্রিনজেন্ট কোয়ালিটি একনে ও পিম্পল ড্রাই আপ করতে, পোরস টাইট করতে হেল্প করে। যদি আপনার স্কিন অয়েলি হয়, তাহলে এটি যুক্ত আছে এমন প্রোডাক্ট ইউজ করতে পারেন, কারণ সিবাম কন্ট্রোল করতে এটি খুব ভালো কাজ করে। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট যা একনে ট্রিটমেন্ট করে।

ডার্ক স্পট রিডিউস করে

একনে স্কারস ও ডার্ক প্যাচেস খুব কমন সমস্যা। ক্যালামাইন ডার্ক স্পট কমাতে দ্রুত কাজ করে। ত্বক আগের থেকে অনেক বেশি ইভেন টোনড হয়।

সেনসিটিভ স্কিনে আরাম দেয়

ইচি স্কিনে সব প্রোডাক্ট স্যুট করে না। এতে স্কিন প্রবলেম আরও বেড়ে যেতে পারে। তবে ক্যালামাইন এমন স্কিনে স্যুট হয়। বরং সেনসিটিভ স্কিনে সুদিং ফিল দেয় বলে ত্বকের আরামও নিশ্চিত হয়।

ত্বকের আরাম নিশ্চিতে নারিশিং ক্রিম

সান ড্যামেজ থেকে সুরক্ষা দেয়

সান এক্সপোজারের কারণে ত্বকের ক্ষতি হয়। এই উপাদানটি স্কিন ইরিটেশন কমায় এবং সান ড্যামেজ থেকে হওয়া র‍্যাশ, ইনফ্ল্যামেশন, সানবার্ন থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

এত গুণে গুণান্বিত এই উপাদানটি Pour La Peau ব্র্যান্ডের নারিশিং ক্রিমের মূল একটি উপাদান।

ল্যাভেন্ডার অয়েল

এই ক্রিমের আরও একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। স্কিন সেল রিকভার করার জন্য এই অয়েলের রয়েছে স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট।

এই অয়েলের কয়েকটি বেনিফিটস
  • ইনফ্ল্যামেশন কমায়
  • স্কিনের সারফেস ক্লিন রাখে
  • অ্যান্টি একনে এজেন্ট হিসেবে কাজ করে
  • স্কিন ইনফেকশন হওয়ার চান্স কমায়
  • একজিমা যুক্ত স্কিনে সুদিং ফিল দেয়

অ্যাডেনোসাইন

অ্যাডেনোসাইন নামক বায়ো অরগ্যানিক কমপাউন্ডটি মানুষের শরীরে থাকে। ডায়াগনোস্টিক ও থেরাপিউটিক এজেন্ট হিসেবে এটির ব্যবহার রয়েছে। স্কিনকেয়ার প্রোডাক্টে এর উপস্থিতি সেই প্রোডাক্টকে করে তোলে আরও ইফেক্টিভ।

ত্বকের আরাম নিশ্চিত করতে স্কিন রিলিফ নারিশিং ক্রিম

এর বেনিফিটস
  • কোলাজেন ও ইলাস্টিনের প্রোডাকশন বাড়ায় বলে স্কিনের ইলাস্টিসিটি বাড়ে
  • রিংকেলস ও ফাইন লাইনসের ভিজিবিলিটি কমাতে হেল্প করে
  • স্কিনে সুদিং ফিল দেয়
  • রেডনেস ও ইরিটেশন কমায়
  • স্কিন করে তোলে হেলদি

হায়ালুরোনিক অ্যাসিড

ত্বক থেকে বয়সের ছাপ কমাতে এবং ত্বকের ময়েশ্চার লক রাখতে এই ক্রিমে আছে হায়ালুরোনিক অ্যাসিড, যা ক্রিমটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্ট।

এর বেনিফিটস
  • স্কিনের ড্রাইনেস কমিয়ে হাইড্রেশন দেয় বলে ত্বকের আরাম হয়
  • এজিং সাইনস রিডিউস করে
  • স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে হেল্প করে
  • কোলাজেন প্রোডাকশনে হেল্প করে

এক নজরে ক্রিমের বেনিফিটস

এতক্ষণ তো ক্রিমে থাকা বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট নিয়ে জানালাম। তাহলে এবার ক্রিমটির বেনিফিটসও জেনে নেয়া যাক এক নজরে-

  • স্কিন করে তোলে হেলদি
  • স্কিনটোন ব্রাইট করে তোলে
  • স্কিনের অয়েল ব্যালান্স করে
  • ময়েশ্চার লক করে
  • রেডনেস ও ইনফ্ল্যামেশন কমায়
  • ড্রাই ও ফ্লেকি স্কিন থেকে রিলিফ দেয়
  • সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী
  • রেডিয়েন্ট স্কিন দেয়

নারিশিং ক্রিমের টেক্সচার

ক্রিমের টেক্সচার
  • স্কিন রিলিফ নারিশিং এই ক্রিমটির টেক্সচার একদম লাইট।
  • স্কিনে অ্যাপ্লাই করলে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়।
  • কোনো চিটচিটে ফিল দেয় না।
ব্যবহারবিধি
  • স্কিন ক্লিনজিং করে নিন।
  • টোনার ও সিরাম অ্যাপ্লাই করুন।
  • এরপর পরিমিত পরিমাণে ক্রিম নিয়ে ইভেনলি স্কিনে অ্যাপ্লাই করুন।

ত্বকের আরাম কীভাবে হবে তা ভেবে ভেবে হয়রান আমরা অনেকেই। কিন্তু সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে না পারায় এর থেকে রেহাইও মেলে না। আজ আপনাদের জানিয়ে দিলাম একটি স্কিন রিলিফ নারিশিং ক্রিম সম্পর্কে। যারা ভাবছিলেন এই ক্রিমটি ব্যবহার করবেন কিনা আশা করি তাদের কনফিউশনও দূর হয়েছে। নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিলে ভালো। সেই সাথে কয়েকদিন অপেক্ষা করতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য। শুধু ক্রিম ব্যবহার করেই ইয়ুথফুল স্কিন পাওয়া যাবে এ ধারণাও ভুল। এজন্য লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হবে। রাতে ৭/৮ ঘন্টা ঘুমানো, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, হার্শ কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ না করা, সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। যদি স্কিনের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তাহলে অপেক্ষা না করে ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে।

অথেনটিক স্কিনকেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবেন চারদিকে’তে। চারদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারিদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।

ছবি – চারদিকে, সাটারস্টক, Althea.kr

0 I like it
0 I don't like it