বিগেনারদের জন্য বেস্ট সানস্ক্রিন কোনটি? ফিজিক্যাল ও ক্যামিকাল সানস্ক্রিনের মধ্যে কোনটি ভালো হবে? সেরা দামে বেস্ট হাইব্রিড সানস্ক্রিন কোনটি? হোয়াইট কাস্ট দিবেনা এমন একটি সানস্ক্রিন সাজেস্ট করুন। বাজেটের মধ্যে সানস্ক্রিন দেখান। সানস্ক্রিন নিয়ে এমন প্রশ্নগুলো খুবই কমন। এছাড়াও দেখা যায়, অনেকের ফাংগাল একনের সমস্যা আছে। কারো কারো আবার স্কিন অনেক বেশি সেনসিটিভ। অনেকের স্কিনেতো আবার সানস্ক্রিন স্যুট করতেই চায়না। তাই, আজকে আমরা জানবো, এমন সবগুলো সমস্যার সহজ সমাধান নিয়ে।
হাইব্রিড সানস্ক্রিন আসলে কী?
অনেকেই সানস্ক্রিন বাছাই করার সময় কনফিউজড থাকেন – ফিজিক্যাল (মিনারেল) না কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করবেন! কিন্তু হাইব্রিড সানস্ক্রিন হলো ফিজিক্যাল আর কেমিক্যাল সানস্ক্রিনের কম্বিনেশনে তৈরি। হাইব্রিড সানস্ক্রিন এই দুই ধরনের সানস্ক্রিনের সেরা গুণগুলো একসাথে নিয়েই স্কিনে কাজ করে।
- ফিজিক্যাল সানস্ক্রিন ত্বকের উপর একটা সুরক্ষার লেয়ার তৈরি করে, যা সূর্যের আলো সরাসরি আটকে দেয়।
- কেমিক্যাল সানস্ক্রিন ত্বকের ভেতরে প্রবেশ করে সূর্যের আলোকে ভেঙে ত্বককে সুরক্ষিত রাখে।
তাই, দুই ধরনের সানস্ক্রিনের কম্বিনেশনে তৈরি এই হাইব্রিড সানস্ক্রিন কেনো বেস্ট তা সহজেই বোঝা যাচ্ছে।
কেন হাইব্রিড সানস্ক্রিন ব্যবহার করা উচিত?
যাদের ত্বকে সাধারণত সানস্ক্রিন স্যুট করে না বা যারা ঝামেলাহীন সমাধান খুঁজছেন, তাদের জন্য হাইব্রিড সানস্ক্রিন হতে পারে বেস্ট চয়েজ। এটি একদিকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়, অন্যদিকে ত্বকের যত্নেও সাহায্য করে। আপনার ত্বকের জন্য এটি একি সাথে মাল্টিপল কাজ করে। তাই স্কিন কেয়ার রুটিনে একটি হাইব্রিড সানস্ক্রিন কিন্তু মাস্ট। তাই, যারা ভাবছেন ‘কেন হাইব্রিড সানস্ক্রিন ব্যবহার করা উচিত’ আশা করছি আর কোন কনফিউশন থাকবেনা। সেরা দামে বেস্ট হাইব্রিড সানস্ক্রিন নিয়ে জানবো এর পরেই।
কোন ব্র্যান্ডের হাইব্রিড সানস্ক্রিন ভালো?
বাজেটের মধ্যে কোন ব্র্যান্ডের হাইব্রিড সানস্ক্রিন ভালো? এমন প্রশ্নের সহজ উত্তর নিঃসন্দেহে Innsaei ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সানস্ক্রিনগুলো শুধু UV রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় না, বরং ত্বককে হাইড্রেটেড ও প্রোটেক্টেড রাখতেও সাহায্য করে।
যদি পারফেক্ট সানস্ক্রিন খুঁজে থাকেন, তাহলে Innsaei ব্র্যান্ডের দুইটি হাইব্রিড সানস্ক্রিন সাজেস্ট করবো যা সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। তাই, সেরা দামে বেস্ট হাইব্রিড সানস্ক্রিন অবশ্যই Innsaei ব্র্যান্ডের সানস্ক্রিন।
১) Innsaei Lightweight UV Sunscreen
২) Innsaei Hyaluronic Sunscreen
২) Innsaei Hyaluronic Sunscreen
যাদের ত্বক শুষ্ক বা যারা ত্বকে ন্যাচারাল গ্লো ফিনিশ পছন্দ করেন, তাদের জন্য এই Hyaluronic Sunscreen সানস্ক্রিন একেবারেই পারফেক্ট।
উপকারিতা
- এতে থাকা হায়ালুরনিক এসিড, ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং দীর্ঘ সময় ধরে হাইড্রেট রাখে।
- ডুয়াল প্রোটেকশন: UVA এবং UVB রশ্মি থেকে ত্বককে কার্যকর সুরক্ষা দেয়।
- ন্যাচারাল গ্লো: ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে, কোনো ভারী বা স্টিকি অনুভূতি ছাড়াই।
এই সানস্ক্রিন শুধু আমাদের ত্বককে সুরক্ষিত রাখে না, বরং আপনার ডে-টাইম স্কিনকেয়ার রুটিনেও একটি স্মুদ ফিনিশ এনে দেয় করে।
হাইব্রিড সানস্ক্রিন ব্যবহারের সঠিক পদ্ধতি
ডে টাইম স্কিনকেয়ার রুটিনের শেষে, পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন নিন এবং তা আপনার ত্বকে ভালোভাবে লাগান। সানস্ক্রিন পুরোপুরি মিশে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর সূর্যের আলোতে বের হন। যদি দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকতে হয়, তাহলে সানস্ক্রিনটি পুনরায় (reapply) করে নিন।
শেষ কথা
Innsaei ব্র্যান্ডের এই দুটি সানস্ক্রিনই ত্বকের জন্য নিরাপদ এবং সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। বিশেষ করে যাদের ত্বকে ফাংগাল একনের সমস্যা রয়েছে বা যারা স্কিনে অতিরিক্ত সেনসিটিভ অনুভব করেন, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ। তবে, আপনার ত্বক যদি অতিরিক্ত সেনসিটিভ হয়, তাহলে অবশ্যই ব্যবহারের আগে একটি প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ রইলো।
গুণগত মান সম্পন্ন অথেনটিক প্রোডাক্ট পেতে আমাদের অনেকের-ই প্রথম পছন্দ চারদিকে প্ল্যাটফর্ম। ত্বক ও চুলের যত্নে প্রয়োজনীয় সব প্রোডাক্ট কিনতে চারদিকে’র অনলাইন শপ চারদিকে.কম এর পাশাপাশি এদের দুটি আউটলেটও ভিজিট করতে পারবেন। যার একটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং আরেকটি নারায়ণগঞ্জ, চাষাড়ায় অবস্থিত। সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন।
ছবি- চারদিকে এবং সাটারস্টক