আরবুটিন হচ্ছে এমন একটি অণু যা বেয়ারবেরি গাছ থেকে পাওয়া যায় আর এটি মেলানিনের গঠন প্রতিরোধ করে। কোজিক অ্যাসিড আর লিকোরাইস অ্যাসিডের মতো আলফা আরবুটিনও ত্বকে টায়ানোসিরাজের মাত্রা রোধ করে, যা স্কিনে লাইটেনিং ও ব্রাইটেনিং ইফেক্ট দেয়।
উপকারিতা
আলফা আরবুটিন ত্বকের যেসব উপকারে আসে –
- সানবার্ন বা সানট্যানের কালচে দাগ দূর করে;
- টায়ানোসিরাজের উৎপাদন রোধ করে;
- মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে;
- ত্বকের বিবর্ণতা রোধ করে;
- স্কিনটোনের অসামাঞ্জস্যতা রোধ করে;
- গাঢ় দাগ দূর করতে সাহায্য করে;
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।
ব্যবহারবিধি
আরবুটিন খুবই জেন্টল প্রকৃতির হওয়ায় এটি খুব সহজেই অন্যান্য উজ্জ্বলতা বৃদ্ধি করে এমন উপাদানের সাথে ব্যবহার করা যায়। দিনে দুবার ব্যবহার করা যায় আরবুটিন কিন্তু অবশ্যই ভারী ময়েশ্চারাইজার ব্যবহারের পূর্বে। ভিটামিন এ এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডের সাথে ব্যবহার করা যায়।
সাবধানতা
আলফা আরবুটিন ব্যবহারে আসলে তেমন কোনো ক্ষতির কথা শোনা যায় না। তবে অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে খানিকটা পরামর্শ করে নেয়াই ভালো।