ড্যামেজ হেয়ার, ড্যানড্রাফ ও হেয়ার ফল সল্যুশনে ইফেক্টিভ ৩টি শ্যাম্পু

Untitled-1

বর্তমানে আমাদের সবারই লাইফস্টাইলে কমবেশি পরিবর্তন এসেছে। আর এর প্রভাব চুলে বেশ ভালোই বোঝা যাচ্ছে। ড্যানড্রাফ, হেয়ার ফল ও ড্যামেজ হেয়ার এর প্রবলেম যেন কোনোভাবেই কমছে না। অথচ নানা ধরনের হেয়ার প্যাক, শ্যাম্পু ব্যবহার করেও সল্যুশনও মিলছে না। এর একটা কারণ হতে পারে আমরা যে শ্যাম্পু ব্যবহার করছি সেগুলো কনসার্ন বুঝে সিলেক্ট করছি না। তাছাড়া সেসব শ্যাম্পু আমাদের দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে বানানো হচ্ছে কিনা সেটাও ভাবনার বিষয়। কারণ অন্য দেশের আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়ার বেশ পার্থক্য আছে। আর এই ভাবনা থেকেই skin’O ব্র্যান্ড নিয়ে এসেছে চুলের প্রধান তিনটি সমস্যা টার্গেট করে তিনটি আলাদা আলাদা শ্যাম্পু। সেই শ্যাম্পুগুলো সম্পর্কেই আজ আপনাদের বিস্তারিত জানাবো।

ড্যামেজ হেয়ার, ড্যানড্রাফ ও হেয়ার ফল সল্যুশনে শ্যাম্পু

আমাদের মাঝে কারও হয়ত বেশ চুল পড়ছে, আবার কারও ড্যানড্রাফের প্রবলেম কিছুতেই কমছে না। কারও আবার হেয়ার ড্যামেজ হয়ে এতটাই রাফ হয়ে গিয়েছে যে কোনোভাবেই চুল স্মুথ হচ্ছে না। এই কনসার্নগুলো টার্গেট করে স্কিনো ব্র্যান্ড বাজারে এনেছে ৩টি শ্যাম্পু। সেগুলো হচ্ছে-

ড্যামেজ হেয়ার, ড্যানড্রাফ ও হেয়ার ফল সল্যুশনে স্কিনো শ্যাম্পু

এই শ্যাম্পুগুলো সম্পর্কে চলুন এবার বিস্তারিত জেনে নেয়া যাক।

skin’O Anti Dandruff Treatment Shampoo

ড্যানড্রাফ ট্রিটমেন্ট শ্যাম্পু নিয়ে বলার আগে ড্যানড্রাফ আসলে কী সেটা একটু জেনে নেয়া যাক।

ড্যানড্রাফ একটি কমন ইনফ্ল্যামেটরি স্ক্যাল্প কন্ডিশন। সেবোরেইক ডার্মাটিটিস (Seborrhoeic Dermatitis) বা ফাঙ্গাসজনিত কারণে এই সমস্যা হয়। আমাদের স্ক্যাল্পে যে সেলগুলো আছে সেগুলো প্রতি মাসে রিজেনারেট হতে থাকে। অর্থাৎ স্ক্যাল্পের গভীর থেকে নতুন সেল উপরে উঠে আসে এবং পুরনোগুলো ঝরে যায়। এই ঝরে পড়া সেলগুলো ভালোভাবে ক্লিন না হলে খুশকি তৈরি হয়। শীতকাল ছাড়াও অনেকে সারা বছর এই সমস্যায় ভোগেন।

এই প্রবলেমের সল্যুশনের জন্য স্ক্যাল্প ক্লিন রাখা খুব জরুরি। আর এই কাজটিই ইফেক্টিভলি করে skin’O Anti Dandruff Treatment Shampoo। এই শ্যাম্পুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টিজ যা ব্যাকটেরিয়ার গ্রোথ হওয়া কমায় এবং স্ক্যাল্প ইস্যুর সল্যুশন দেয়। খুশকি হলে স্ক্যাল্প ভীষণ ইরিটেটিং হয়ে যায়। এই শ্যাম্পু ব্যবহারে ইরিটেশন অনেকটাই কমে যাবে।

এক নজরে শ্যাম্পুর বেনিফিটস-

  • ইফেক্টিভলি ড্যানড্রাফ দূর করে
  • স্ক্যাল্প ডিপলি ক্লিন করে
  • চুলে ফিরিয়ে আনে হারানো উজ্জ্বলতা
  • দেয় রেডিয়েন্ট শাইন
  • হেলদি হেয়ার গ্রোথ প্রোমোট করে
  • ইরিটেশন কমায়
  • চুল হয় সফট ও ম্যানেজেবল

স্কিনো অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট শ্যাম্পু

যারা অনেকদিন ধরে খুশকি সমস্যায় ভুগছেন এবং অন্য কোনো শ্যাম্পু স্যুট হচ্ছে না, তারা এই শ্যাম্পুটি হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করে নিতে পারেন।

skin’O Anti Hair Fall Solution Shampoo

চুল পড়ার সমস্যা কোনোভাবেই কমছে না? নানা ধরনের হেয়ার অয়েল, হেয়ার প্যাক, শ্যাম্পু ব্যবহার করে ফেলেছেন? শ্যাম্পু বদলে দেখেছিলেন কি একবারও? যদি ভেবে থাকেন শ্যাম্পুর কারণে হেয়ার ফল বাড়ে বা কমে না, তাহলে ভুল ভাবছেন। যদি শ্যাম্পু স্যুট না করে তাহলে হেয়ার ফল হতে পারে। হেয়ার ফল সল্যুশনে স্কিনো ব্র্যান্ড নিয়ে এসেছে এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটি। এটি ব্যবহারে শুধু চুল পড়াই কমবে না, বরং চুল হবে নারিশড এবং চুলের গোড়া হবে শক্ত। এই শ্যাম্পুতে আছে কোকোনাট মিল্ক ও অনিয়ন এক্সট্র্যাক্টের মতো প্রাকৃতিক উপাদান।

হেয়ার ফল সল্যুশনে কোকোনাট অয়েলের বেনিফিটস

  • এতে থাকা ভিটামিন ও মিনারেলস হেয়ার ফলের প্রসেস স্লো করে দেয় এবং নতুন হেয়ার গ্রোথ হতে সাহায্য করে।
  • এতে আছে নানা ধরনের নিউট্রিয়েন্টস যা হেয়ার ফলিকল নারিশ রাখতে সাহায্য করে।
  • হিট স্টাইলিং টুলস ও হার্শ হেয়ার কেয়ার প্রোডাক্টের কারণে চুলে যে ড্যামেজ হয় সেটা অনেকটাই কমে আসে কোকোনাট মিল্কের কারণে।
  • স্প্লিট এন্ড ও ফ্রিজিনেস কমিয়ে স্ক্যাল্প ও হেয়ার রাখে নারিশড ও ময়েশ্চারাইজড।

অনিয়ন অয়েলের বেনিফিটস

  • পেঁয়াজের রস যে চুল পড়া কমাতে বেশ কার্যকর সেটা প্রমাণিত হয়েছে গবেষণাতেই। এতে আছে প্রচুর পরিমাণে সালফার। সালফার পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিডে। এই অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের একটি কম্পোনেন্ট যা চুলের বৃদ্ধিতে খুবই জরুরি। এই সালফার কোলাজেন প্রোডাকশন প্রোমোট করে। কোলাজেন হেলদি স্কিন সেলস ও হেয়ার গ্রোথে হেল্প করে।

হেয়ার ফল সল্যুশনে স্কিনো অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু

হেলদি হেয়ারের জন্য কার্যকরী কোকোনাট অয়েল ও অনিয়ন দিয়েই তৈরি করা হয়েছে skin’O Anti Hair Fall Solution Shampoo

এক নজরে শ্যাম্পুটির বেনিফিটস

  • হেয়ার ফল কমায়
  • প্রতিটি হেয়ার স্ট্র্যান্ড নারিশড রাখে
  • হেয়ার রুট স্ট্রেন্থ রাখে
  • হেয়ার ব্রেকেজ কমায়
  • হেয়ার স্মুথ ও হেলদি রাখে
  • হেয়ার ময়েশ্চার লক করে

skin’O Keratin Smooth Repair Shampoo

চুল আঁচড়ালেই ছিঁড়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে হেয়ার ব্রেকেজ – এক কথায় ড্যামেজ হেয়ার এর পরিমাণ বেড়ে যাচ্ছে। অয়েল অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করলেও এই সমস্যার সমাধান হচ্ছে না। যারা এই সমস্যা থেকে এখনও নিস্তার পাচ্ছেন না, তাদের জন্য স্কিনো ব্র্যান্ড নিয়ে এসেছে skin’O Keratin Smooth Repair Shampoo। প্ল্যান্ট কেরাটিন সমৃদ্ধ এই শ্যাম্পুটি ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে এবং চুলের নারিশমেন্ট ফিরিয়ে আনতে খুবই কার্যকরী।

এক নজরে শ্যাম্পুটির বেনিফিটস

  • চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পরিষ্কার করে
  • ফিরিয়ে আনে চুলের হারানো উজ্জ্বলতা
  • চুল স্মুথ করে তোলে যার কারণে সহজে চুলে জট লাগে না
  • সব ধরনের চুলে ব্যবহার যোগ্য
  • ড্যামেজ হেয়ার রিপেয়ার করে
  • শাইন ধরে রাখে ও ম্যানেজেবল হয়
  • চুল করে তোলে হেলদি

ড্যামেজ হেয়ার রিপেয়ারে স্কিনো কেরাটিন শ্যাম্পু

ড্যামেজ হেয়ার প্রবলেম থেকে যারা এখনও সল্যুশন পাননি তারা হেয়ার রুটিনে এই শ্যাম্পুটি অ্যাড করতে পারেন। নারিশড ও সফট হেয়ার পাওয়ার জন্য শ্যাম্পুটি হতে পারে মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট।

৩টি শ্যাম্পু নিয়ে কমন কয়েকটি তথ্য

শ্যাম্পুটি কোন বয়স থেকে ব্যবহার করা যাবে, এর ফ্রেগ্রেন্স কেমন এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমি ৩টি শ্যাম্পু নিয়ে কয়েকটি তথ্য জানিয়ে দিচ্ছি-

  • শ্যাম্পুটি ১৩ বছর বয়সের পর থেকে যে কেউ ব্যবহার করতে পারেন
  • প্রতিটি শ্যাম্পুর ফ্রেগ্রেন্স একদম মাইল্ড
  • নন অ্যালার্জিক
  • প্রেগন্যান্ট নারীদের জন্যও ব্যবহার করা নিরাপদ
ব্যবহারবিধি
  • ভেজা চুলে অ্যাপ্লাই করে জেন্টলি ম্যাসাজ করুন।
  • পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিন।
  • শ্যাম্পু করা শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এতে রাফনেস কমবে এবং হেয়ার স্মুথ হবে।

ড্যামেজ হেয়ার, ড্যানড্রাফ ও হেয়ার ফল সল্যুশনে শ্যাম্পু

ড্যামেজ হেয়ার, ড্যানড্রাফ ও হেয়ার ফল ৩টি কমন হেয়ার প্রবলেম। এই প্রবলেমগুলোর সল্যুশনে না বুঝে আমরা একেক সময় একেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। এতে ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি। তাই সবার আগে কনসার্ন বোঝা জরুরি। চুলে কী কী প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে এগুলো আগে আইডেন্টিফাই করে নেয়া প্রয়োজন। আমাদের একেকজনের চুলে একেক ধরনের সমস্যা হয়। আমরা হয়ত বুঝতেই পারি না ঠিক কেন এই সমস্যাগুলো হয়। স্কিনো এই প্রবলেমগুলোর সল্যুশনে আমাদের দেশের আবহাওয়া উপযোগী করে এই তিনটি প্রোডাক্ট নিয়ে এসেছে। আপনিও আপনার হেয়ার কেয়ার রুটিনে এগুলো অ্যাড করে নিন এবং পেয়ে যান ড্যানড্রাফ ও ড্যামেজ ফ্রি হেয়ার।

হেয়ার কেয়ার ছাড়াও স্কিনকেয়ার ও মেকআপের বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন চারদিকে থেকে। চারদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।

ছবি – চারদিকে

0 I like it
0 I don't like it