কোনো দাওয়াত, পার্টি বা বিশেষ কোনো দিনের আগে ব্রণ যেন এক অনাকাঙ্খিত মেহমান। সময় অসময়ে এই অযাচিত সমস্যার সম্মুখীন হয়নি এমন কোনো মেয়ে খুব কমই রয়েছেন। আমাদের দেশের প্রখর রোদ, তাপ, ধুলাবালি, ময়লা এই ব্রণের সমস্যা আরো বাড়িয়ে তুলে। ব্রণের এই সমস্যা দূর করতে সবার আগে যা প্রয়োজন তা হচ্ছে নিয়মিত সকাল ও রাত দুই বেলা ভালো ভাবে ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা। ফেইসওয়াশের কথা বললেই আমাদের মাথায় প্রশ্ন আসে যে কোন ফেইসওয়াশ ব্যবহার করবো। যেমন তেমন ফেইসওয়াশ ব্যবহার করে ব্রণের সমস্যা যেন আরো বেড়ে যায়। তাই আজ আপনাদের জানাবো বাজারের ৩ টি সেরা ফেইসওয়াশ যা আপনার ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ব্রণের সমস্যা দূর করবে।
১/ PURITO Defence Barrier Ph Cleanser
এটি একটি হালকা ধাচের ফেইসওয়াশ যা আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করবে যার ফলে আপনার ত্বক অতিরিক্ত তেল তৈরী করবে না এবং আপনার ত্বকে ধুলাবালি জমতে পারবে না। এর ভিতর বিদ্যমান টি ট্রি অয়েল এবং সেনেটেল্লা এক্সট্রাক্ট ত্বকের গভীরে যেয়ে ত্বককে এক্সফ্লোয়েট করে যার ফলে ত্বকে ব্রণের সমস্যা অনেকাংশেই কমে যায়।
এই প্রোডাক্টটি পারচেজ করতে ভিজিট করুনঃ
২/ COSRX – Salicylic Acid Daily Gentle Cleanser
ড্রাই বা সেনসেটিভ স্কিনে যাদের ব্রণ বা একনের সমস্যা দেখা দেয় এই ফেইসওয়াশটি তাদের জন্য। এটি একটি হালকা ধাচের ফেইসওয়াশ যা আপনার ত্বককে একদমই শুষ্ক করবে না এবং ত্বকে এনে দিবে একটি প্রোপার হাইড্রেশন। এর টি ট্রী অয়েল এক্সট্রাক্টে রয়েছে এন্টি-ব্যাক্টেরিয়াল প্রোপারটিজ যা ত্বকের ভিতর থেকে ধুলা ময়লা পরিষ্কার করে ত্বকের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে।
এই প্রোডাক্টটি পারচেজ করতে ভিজিট করুনঃ
৩/ Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam
এর ভিতর বিদ্যমান এইচএ ত্বকের গভীর থেকে ধুলা ময়লা দূর করে ত্বককে ডিপ ক্লিন করে। এর বিএইচএ ত্বকের রোমকূপ গুলোকে এক্সফ্লোয়েট করে এবং ত্বকের সিবাম দূর করে ওপেন পোরসের সমস্যা দূর করে। এর পিএইচএ ত্বকের ময়েশ্চার লক করে এবং ডেড স্কিন সেল দূর করতে সাহায্য করে। এর স্যালিস্যালিক এসিড হঠাৎ করে ব্রেকআউট হলে তা নিরাময় করতে সাহায্য করে।
এই প্রোডাক্টটি পারচেজ করতে ভিজিট করুনঃ
Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam- 100ml