ত্বকের জন্য সেনটেল্লা এশিয়াটিকা

ত্বকের জন্য সেনটেল্লা এশিয়াটিকা

স্কিনকেয়ার জগতে সেনটেল্লা এশিয়াটিক বেশ জনপ্রিয় একটি নাম। মজার বিষয় হচ্ছে, অনেকেই এটা জানে না যে সেনটেল্লা এশিয়াটিকাই আসলে থানকুনি পাতা। আবার একে গোটু কোলা বলেও অভিহিত করা হয়ে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসায় থানকুনির ব্যবহার হয়ে আসছে সুপ্রাচীনকাল থেকেই। ক্ষত সারাতে, দাগ মুছতে এবং ত্বক সতেজ রাখতে সেনটেল্লা এশিয়াটিকা বেশ কার্যকর একটি উপাদান।

উপকারিতা 

সেনটেল্লা এশিয়াটিকায় থাকে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলী যা স্কিনকে স্বাস্থ্যকর, সুরক্ষিত এবং সুন্দর রাখতে সাহায্য করে। ত্বকের যেসব উপকারে আসে –

  • ত্বককে রাখে সতেজ ও প্রাণবন্ত;
  • ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে;
  • অকালে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে;
  • ত্বকে রক্ত সঞ্চালন ও কোলাজেনের মাত্রা বাড়ায়;
  • ত্বকের জ্বালাপোড়া ও ক্ষত সারাতে সাহায্য করে;
  • ত্বককে করে নমনীয় ও ময়েশ্চারাইজ;

ব্যবহারবিধি 

সেনটেল্লা এশিয়াটিকার নির্যাস বিভিন্নভাবে গ্রহণ করা যেতে পারে। এছাড়া, এই পাতার নির্যাসসম্পন্ন যে কোনো প্রোডাক্টও নিয়মিত ব্যবহার করতে পারেন। এমনকি অনেক স্কিনকেয়ার ট্রিটমেন্টের সিরামেও এই কার্যকর উপাদান ব্যবহার করা হয়ে থাকে। মাইল্ড হলেও প্রোডাক্ট ব্যবহারের পূর্বে প্যাঁচ টেস্ট করা উচিত।

সাবধানতা 

গর্ভবতী অবস্থা এবং সার্জারীর পরবর্তী সময়ে সেনটেল্লা ব্যবহারে সতর্কতা এবং দরকারে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.