দীপিকার সুন্দর ত্বকের রহস্য!!

Deepika

“Less is more” দীপিকাকে যখন তার স্কিন কেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি জানান ছোটোবেলা থেকেই তার মায়ের বলা এই কথাটিতেই বিশ্বাসী।  

সৌন্দর্য ও ফিটনেস মেইনটেইনের জন্য দীপিকা সবসময়ই আলোচিত। মেকআপে কিংবা মেকআপবিহীন তার লুক সবসময় নজরকারা। ভক্তরা সবসময়ই তার স্কিন কেয়ার রুটিন নিয়ে আগ্রহী।

দীপিকা বলেন, স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য সবার আগে প্রয়োজন সঠিক জীবনযাপন, ধারাবাহিকতা, সঠিক প্রোডাক্টের সংমিশ্রণ, খাদ্য, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম। দীপিকা পাড়ুকোনের বিউটি টিপসের মধ্যে রয়েছে ক্লিনজিং, সান্সক্রিন ও ময়েশ্চারাইজিং। তিনি প্রথমে ত্বক ভালোমতো পরিষ্কার করেন, সান্সক্রিন লাগান এবং শেষে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করেন।

রাতে ত্বকের যত্নের রুটিন মেনে চলার পক্ষপাতী দীপিকা। সারাদিনের শত ব্যাস্ততা থাকলেও দীপিকা কখনও মেকআপ তুলতে ভোলেন না। মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা তুলে এরপর ক্লিঞ্জার, টোনার, ময়েশ্চারাইজার, চোখের ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন তিনি।

ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য তিনি ফেইস রোলার ব্যবহার করেন। এটি ত্বকের ফোলা ভাব কমায় এবং ত্বককে আরও উজ্জ্বল দেখায়। ত্বককে টানটান রাখতে মুখের যোগব্যায়াম করেন। দীপিকা প্রতিদিন যোগব্যায়াম ও ধ্যানে নিজেকে সময় দেন। দীপিকার সুন্দর ত্বক, টোনড ফিগারের অন্যতম রহস্য হলো যোগ। 

ইতিবাচক চিন্তা থেকে মন সুন্দর থাকে, শরীরও থাকে সতেজ। যার প্রভাব পড়ে ত্বকে। তিনি ছোটবেলা থেকেই এই অভ্যাসে বিশ্বাসী। পর্যাপ্ত ঘুম দীপিকা পাড়ুকোনের বিউটি টিপসের মধ্যে অন্যতম। দীপিকা বলেন, তিনি ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। কারণ, এটি তাঁর শরীরকে পুনরুজ্জীবিত করে।

সৌন্দর্য বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করেন দীপিকা। জুস থেকে শুরু করে স্যুপ, নারকেলের পানি সবসময় তরল খাবার খেয়ে থাকেন যা শরীরকে ভালভাবে হাইড্রেশন দেয়।

দীপিকা বলেন, ত্বকের ক্ষেত্রে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা উচিত নয়। তিনি প্রাকৃতিক পণ্য ব্যবহার করতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজের স্কিন কেয়ার ব্রান্ড এর যাত্রা শুরু করেন।

তাঁর পরামর্শ, স্বনামধন্য ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা। তিনি বলেন, এমন পণ্য ব্যবহার করা উচিত, যা সাশ্রয়ী মূল্যের এবং সময়োপযোগী। তবে অবশ্যই নিজের ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে। 

2 I like it
1 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.