ঠোটের যত্ন নেয়ার উপায়

ঠোটের যত্ন

আমরা মেয়েরা মেকআপ করি আর না করি খুব তাড়াহুড়ায় একটা লিপ্সটিক দিয়ে বের হয়ে যাই ঠোটের যত্ন এর ক্ষেত্রে।

শীত হোক বা গরম দিন সারা বছর আপনার ঠোটের চাই এক্সট্রা কেয়ার। ঠোটের যত্ন

কারন আমাদের ঠোট প্রায় বেশির ভাগ সময় ফাটে, আবার দেখা যায় সারাবছর লিপস্টিক ব্যবহার করি সব সময় যে ভালো ব্যান্ডের নামি দামি লিপ্সটিক ব্যবহার করি এমন কিন্তু হয়ে উঠে না  যে কারনে ঠোট ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়। আর আমাদের ঠোটে সব থেকে বেশি ডেড সেল জমা হয়। এতে করে নেক্সট টাইম লিপস্টিক ঠিক মতো বসে না

এই যে ঠোটের ওপর এতো প্রেসার দেয়া হয় দিন শেষে যদি ঠোট ভালো ভাবে স্ক্রাব করে ক্লিন না করি ভালো একটা লিপ ময়েশ্চারাইজার ব্যবহার না করি তাহলে আস্তে আস্তে ঠোট আরো কালো হতে থাকবে।

এখানে কিছু ভালো ভালো প্রোডাক্ট মেনশন করা হলো এগুলো ব্যবহার করলে আপনার ঠোট হয়ে উঠবে আরো গোলাপি ও সুন্দর।

লিপ স্ক্রাবঃ

১. RiRe Bubble Bubble Lip Mask- 12ml

RiRe Bubble Bubble Lip Mask- 12ml

২. Skinfood Avocado & Sugar Lip Scrub- 14g

Skinfood Avocado & Sugar Lip Scrub- 14g

লিপ বামঃ

১. Laneige Lip Sleeping Mask Berry

Laneige Lip Sleeping Mask Berry- 20g

২. Skinfood Avocado & Olive Lip Balm- 12g

Skinfood Avocado & Olive Lip Balm- 12g

৩. Skinfood Avocado Stick Lip Balm (Rich)- 3.4g

Skinfood Avocado Stick Lip Balm (Rich)- 3.4g

📞 ত্বকের সমস্যার জন্য প্রোডাক্ট সাজেশন পেতে কল করুনঃ 01790 270066 অথবা ইনবক্স করুন।
🌐 ১০০% অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টঃ https://www.chardike.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © chardike blog 2021

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.