গ্যালাকটোমাইসিস হচ্ছে এক ধরনের ছত্রাক। প্রাকৃতিক এই পুষ্টি উপাদান ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। আর ত্বককে রাখে সতেজ ও প্রাণবন্ত। এছাড়াও, বয়সের ছাপ, ব্রণের দাগ ইত্যাদি নির্মূলে দারুণ কার্যকর একটি পুষ্টি উপাদান হচ্ছে গ্যালাকটোমাইসিস। ত্বকের তেল চিটচিটে ভাব দূর করে ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে গ্যালাকটোমাইসিস।
উপকারিতা
গ্যালাকটোমাইসিস ত্বকের যেসব উপকার করে থাকে –
- ত্বকের ময়েশ্চার ভাব বজায় রাখে;
- ত্বককে রাখে সতেজ ও প্রাণবন্ত;
- দৃশ্যমান পোরস অনেকটাই কমিয়ে আনে;
- ত্বকের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে;
- ব্রণ ও ব্রণের দাগযুক্ত ত্বকের অবস্থার উন্নতি করে;
- ডার্কস্পট দূর করতে সাহায্য করে;
- বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে।
ব্যবহারবিধি
গ্যালাকটোমাইসিস সাধারণত এসেন্সে ব্যবহার করা হয়ে থাকে। আর এসেন্স টোনারের পরই ব্যবহার করতে হয়। যেন ত্বক পরিপূর্ণভাবে হাইড্রেট হবার সুযোগ পায়। দিনে সর্বোচ্চ দুবার ব্যবহারই যথেষ্ট।
সাবধানতা
ক্ষতি নেই তবে বিশেষজ্ঞরা বলে প্যাঁচ টেস্ট করে নেয়া ভালো।