গ্লাইকোলিক এসিড হচ্ছে স্কিনকেয়ার রুটিনে এমন একটা উপাদান যা পোরস মিনিমাইজ করে, স্কিনের ব্রণের বিরুদ্ধে কাজ করে, স্কিনকে নিখুঁত ও উজ্জ্বল করতে কাজ করে। আলফা হাইড্রক্সি এসিড গ্রুপের সদস্য হচ্ছে এই গ্লাইকোলিক এসিড। গ্লাইকোলিক এসিড জেন্টল এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের বাইরের লেয়ার কেরাটিনোসাইটসকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে নতুন স্কিন প্রতিস্থাপনে ত্বক দ্রুত কাজ শুরু করে এবং ত্বকের উপরের বা বাইরের স্তরে সতেজ, মসৃণ ও উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে।
উপকারিতা
জেন্টল এক্সফোলিয়েন্ট হিসেবে কার্যকর এই এসিড ত্বকের অ্যান্ট-এজিং এজেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি ব্রণ ও দাগ নির্মূলেও দারুণ কার্যকর এই এসিড। ত্বকের যেসব উপকার করে থাকে এই এসিড –
- বয়সের ছাপ প্রতিরোধ করে;
- ফাইন লাইনস ও রিঙ্কেলস দূর করে;
- দৃশ্যমান পোরস কমায়;
- ব্রণের বিরুদ্ধে কাজ করে;
- ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয়;
- স্কিনটোন ঠিক রাখে।
ব্যবহারবিধি
গ্লাইকোলিক এসিড এক্সফোলিয়েন্ট হিসেবে কার্যকর হিসেবে টোনার থেকে এমনকি কেমিক্যাল পিলসে পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এই এসিড। তবে কেমিক্যাল পিলসের ক্ষেত্রে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরী।
সাবধানতা
যাদের ত্বক ড্রাই বা সেনসেটিভ তাদের ত্বকে হালকা জ্বালাপোড়া ও চুলকানি হবার সম্ভাবনা রয়েছে। স্কিনে লালচেভাবও দেখা দিতে পারে। তবে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে এই ক্ষতির সম্ভাবনাও শূন্য।