চুল ও স্ক্যাল্প এর যত্ন
আমাদের স্কিনের মতো আমাদের হেয়ার স্ক্যাল্প ও কয়েক ধরনের হয়ে থাকে। চুল ও স্ক্যাল্প এর যত্ন
স্ক্যাল্পেও পোরস আছে আর যখন এই পোরস ব্লক হয়ে যায় বা বেশি বড় হয়ে যায় তখনই চুল পড়া শুরু হয়।
আমরা স্কিনের জন্য কত গুলো স্টেপ মেইন্টেন করে থাকি ঠিক এরকম হেয়ারেও কিছু স্টেপ মেইন্টেন করতে হয় আর আপনি আপনার স্কিনের যেসব প্রোডাক্ট ইউজ করেন তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি আপনার মাথার স্ক্যাল্পেও ব্যবহার করতে পারবেন।
১. তাই মাথার স্ক্যাল্প কে ভালো রাখতে হলে সবার আগে বুঝতে হবে আমাদের স্ক্যাল্প টাইপ কি?
২. এক্সফলিয়েট করতে হবে
৩. বাহিরে গেলে হ্যাট ব্যবহার করতে হবে
৪. হাইলুরোনিক এসিড সেরাম ইউজ করতে হবে
৫. উইকে কত দিন শ্যাম্পু করবেন এটা ডিপেন্ড করছে আপনার স্ক্যাল্প কত টা অয়েলি
৬. স্ক্যালে শ্যাম্পু ইউজ করলেই হবে চুলের আগা তে সেভাবে শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই কিন্তু যদি তেল ব্যবহার করে থাকেন তাহলে পুরো চুলে শ্যাম্পু করবেন
৭. প্লিজ কন্ডিশনার ব্যবহার করা মিস করবেন না