একনে ও একনে স্পট আমাদের চেহারার সৌন্দর্য কে মলিন করে দেয়।
তাই তো একনে আর স্পট দূর করার জন্য আমাদের এতো শত প্রচেষ্টা
আপনাদের এই একনে জার্নি আর একটু স্মুদ করে দেয়ার জন্য আমাদের ছোট্ট কিছু আয়োজন।
এখানে ২টি সেরাম এর ছবি দেয়া আছেঃ
১. Iunik Tea Tree Relief Serum- 50ml
২. Beauty of Joseon Glow Serum – 30ml
১. Iunik Tea Tree Relief Serum- 50mlঃ এখানে আছে টি ট্রি, সেন্টেলা এশিয়াটিকা যা কিনা এক্টিব একনে দূর করতে সাহায্য করে। এছাড়া আছে এন্টি একনে ইনগ্রিডিয়েন্টস নিয়াসিনামাইড মানে একনে কমে গেলে একনে জেনো ফিরে না আসে এ জন্য সাহায্য করবে।
২. Beauty of Joseon Glow Serum – 30mlঃ এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস হলো হানি এবং নিয়াসিনামাইড।
হানি হলো এন্টি ব্যাক্টেরিয়াল ইনগ্রিডিয়েন্টস এবং ফাঙ্গাল একনে তে হানি ব্যবহার করলে ফাঙ্গাল একনে ও কমে যায়।
আবার একনে থেকে হওয়া স্পট কমাবে সাথে আছে নিয়াসিনামাইড যা কিনা স্কিনের দাগ ছোপ কমাতে হেল্প করে।
তাই যখন এই ২টি সেরাম এক সাথে ব্যবহার করা হবে তখন একনে ও একনে স্পট কমে যাবে।