হাইড্রোকুইনোন হচ্ছে স্কিন লাইটেনিং একটি উপাদান। যা স্কিনের দাগ, বিবর্ণতা দূর করে উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ কার্যকর। বিশেষ করে হাইপারপিগমেন্টেশন নির্মূলে এটি অত্যন্ত কার্যকর একটি উপাদান। ত্বক থেকে মেলানোসাইটসের পরিমাণ কমায়; যা ত্বকে মেলানিনের উৎপাদন বাড়িয়ে থাকে। মেলানোসাইটস কমে যাওয়াতে স্কিনটোনও ঠিক থাকে।
উপকারিতা
হাইড্রোকুইনোন ত্বকের যেসব উপকারে আসে –
- স্কিনের দাগ দূর করে।
- বিবর্ণতা ও রোদে পোড়া ভাব দূর করে।
- মেছতা ও হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।
- ফ্রেকলস ও বয়সের ছাপ দূর করে।
- ব্রণের দাগ ও ক্ষত নিরাময়ে সাহায্য করে।
ব্যবহারবিধি
হাইপারপিগমেন্টেশন জাতীয় স্কিন প্রবলেমের চিকিৎসায় ধারাবাহিকতা ধরে রাখতে হয়। সেজন্যে হাইপারকুইনোন উপাদানে পূর্ণ যে কোন প্রোডাক্টই নির্দেশনা মোতাবেক ব্যবহার করাই উচিত। তবে সরাসরি ব্যবহারের পূর্বে খানিকটা প্রয়োগ করে দেখা যেতে পারে ত্বকে কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা। হাইড্রোকুইনোন ব্যবহার করলে রোদের তাপে যাবার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সাবধানতা
মাইনর সাইড ইফেক্ট দেখা দিতে পারে হাইড্রোকুইনোন ব্যবহারে। সেনসিটিভ স্কিন হলে লালচেভাব বা শুষ্কতা দেখা দিতে পারে। এছাড়াও, হাইড্রোকুইনোন ত্বকের উপরের স্তর সরিয়ে ধীরে ধীরে ভেতরের স্তরকে প্রকাশ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই, সেনসেটিভ স্কিনে ব্যবহারের পূর্বে ভালোভাবে জেনে নিতে হবে।