সানব্লকের প্রয়োজনিয়তা

👉 সানব্লক কোন বয়স থেকে ব্যবহার করতে হবেঃ

ছেলে মেয়ে যাদের বয়স ৬মাস+ সবাইকে সানব্লক ব্যবহার করতে হবে।

👉 সানব্লক বা সান্সক্রিন কেনো ব্যবহার করবেনঃ

১. স্কিন কে সূর্যের ক্ষতিকর আলো থেকে বাচাতে। সূর্যের আলো পরিমানের চেয়ে বেশি হলে আমাদের দেহে নানা রকম ক্ষতি করে থাকে। স্কিনে সানট্যান বাড়ায় স্কিন অনেক কালো হয়ে যায় এ ছাড়া আরো অনেক ধরনের রোগ হতে পারে।

২. স্কিন ক্যান্সার ঝুকি কমাতে।

৩. অনেকের স্কিন বয়সের আগে ঝুলে যায়, স্কিনে বয়সের ছাপ পড়ে যায়, কুচকিয়ে যায়, সানব্লক ব্যবহার করলে বয়সের আগে বয়স হওয়া কমানো যায়।

৪. স্কিনে মেলানিন কমিয়ে রাখে। এতে করে স্কিনে দাগ ছোপ সহজে কমে যায়।

৫. মেলাজমা হতে দেয় না।

৬. একনে স্পট গাঢ় হওয়া থেকে বাচায়।

৭. স্কিন উজ্জ্বল রাখে।

👉 SPF কত থেকে ব্যবহার করতে হবে?

SPF 15 থেকে SPF 50+ পর্যন্ত ব্যবহার করা যাবে।

👉 সান্সক্রিন ইনগ্রিডিয়েন্টসঃ

  • ফিজিক্যাল সানব্লকঃ এখানে থাকবে Titanium dioxide and Zinc oxide
  • কেমিক্যাল সানব্লকঃ এখানে থাকবে Avobenzone and Octisalate

👉 কোন সান্সক্রিন টা বেশি ভালো? কেমিক্যাল নাকি ফিজিক্যাল?

২টাই ভালো, আপনার স্কিনে জেটা ভালো স্যুট করে।

👉 কতটুকু পরিমানে ব্যবহার করতে হবে?

ফেস, ঘাড়, কান পর্যন্ত ইউজ করার জন্য মোটামোটি প্রায় ৩/৪ আঙ্গুল পর্যন্ত নিতে হবে।

👉 কতক্ষন পরপর ব্যবহার করতে হবে?

আড়াই থেকে তিন ঘন্টা পর পর রিএপ্লাই করতে হবে।

👉 সানব্লক কখন ব্যবহার করতে হবে?

রোদ থাকলে, বৃষ্টি হলে, ছায়া হলে, মেঘ থাক্লে, রান্না ঘরে গেলে ব্যবহার করতে হবে।

👉 স্কিন কেয়ারে কোন স্টেপে সানব্লক ব্যবহার করতে হবে?

ফেস ভালো করে ক্লিন করে তারপর টোনার, সেরাম, ক্রিম এগুলো ইউজ করতে চাইলে করে নিয়ে তারপর সানব্লক ইউজ করতে হবে। আর মেকআপ করতে চাইলে আগে সানব্লক ইউজ করে দেন মেকআপ করবেন।

বিঃদ্রঃ চেষ্টা করবেন সানব্লক ব্যবহার করার পর ডাবল ক্লিঞ্জিং করার জন্য, এতে করে স্কিন অনেক অনেক ভালো থাকবে। খুব ছোট বয়স থেকে সানব্লক ব্যবহার করার অভ্যাস করুন।

Purito Comfy Water Sun Block- 60ml

Some By Mi Truecica Mineral Calming Tone-Up Suncream- 50ml

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.