আলফা হাইড্রক্সি এসিড গ্রুপের আরো একটি নতুন আবিষ্কৃত সদস্য হচ্ছে ম্যান্ডেলিক এসিড। এই এসিড মূলত বাদাম থেকে উৎপন্ন হয়ে থাকে। স্কিন টেক্সচার ইম্প্রুভের পাশাপাশি এক্সফোলিয়েশনের কাজও করে থাকে। এই এসিডের অণুগুলো গ্লাইকোলিক এসিডের চাইতে খানিকটা বড়। যেজন্য এটি এক্সফোলিয়েন্ট হিসেবে ত্বকে বেশ জেন্টল একটা ভাব বজায় রাখে।
উপকারিতা
এক্সফোলিয়েন্টের মাধ্যমে ত্বকের উপরের স্তর সরিয়ে দিয়ে ত্বকের ভেতরের নতুন স্তরকে প্রকাশ্যে আনতে সাহায্য করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। এছাড়া, এই এসিড ত্বকের যে উপকারে আসে –
- ত্বকে এক্সফোলিয়েন্টের কাজ করে;
- ত্বকে কোষ টার্নওভার বা প্রতিস্থাপনে সাহায্য করে;
- স্কিন ড্যামেজ বা ব্রণ দূর করে;
- হাইপারপিগমেন্টেশন ও রোদে পোড়া ভাব প্রতিরোধ করে;
- স্কিনের উজ্জ্বলতা বাড়ায়।
ব্যবহারবিধি
ম্যান্ডেলিক এসিড ব্যবহারের পূর্বের ৩ থেকে ৫ দিন রেটিনল ব্যবহার করা যাবে না। এবং রেটিন-এ ব্যবহার করাও বন্ধ করা দিতে হবে। স্কিন টাইপ ও কন্ডিশন অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত একবার এই এসিড দিয়ে পিলিং করাই বুদ্ধিমানের কাজ।
সাবধানতা
রেটিনল, রেটিন-এ বা রেটিনয়েড অথবা আলফা হাইড্রক্সি এসিডের অন্যান্য এসিডের সংস্পর্শে আনা যাবে না এই এসিড। যদিও সামান্য ইরিটেশন হবার সম্ভাবনা থাকে তবে তাও খুব বেশি নয়।