ত্বকের জন্য প্যানথেনল

panthenol for skin
panthenol for skin

প্যানথেনলের নাম স্কিনকেয়ারে প্রায়শই শোনা যায়। এটিকে ভিটামিন বি৫ নামেও অভিহিত করা হয়। মূলত এর ময়েশ্চারাইজিং কোয়ালিটির জন্য এটি খুবই জনপ্রিয় একটি উপাদান। একদিকে এটি যেমন ময়েশ্চারাইজারের কাজ করে ঠিক তেমনই এটি স্কিনকে সফট, স্মুথ এবং সুদিং রাখতেও সাহায্য করে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টিজ ত্বকের ইনফ্লেমেশন দূর করে এবং ত্বকের ক্ষত সাড়তে সাহায্য করে।

উপকারিতা 

প্রোভিটামিন বি৫ খ্যাত প্যানথেনল ত্বকের যেসব উপকার করে থাকে –

  • ত্বককে ময়েশ্চারাইজ করে;
  • স্কিনের স্বতন্ত্র ব্যারিয়ার ফাংশনকে আরো শক্তিশালী করে;
  • ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে;
  • ইনফ্লেমেশন কমায়;
  • লালচেভাব ও ত্বকের জ্বালাপোড়া রোধ করে;

ব্যবহারবিধি 

সব স্কিন টাইপের জন্যই প্যানথেনল একটি কার্যকরী উপাদান। তবে বিশেষ করে ড্রাই ও ফ্লেকি স্কিনের অধিকারীরা প্যানথেনল ব্যবহারে বেশি উপকৃত হয়। আর প্যানথেনল যেহেতু মূলত ত্বকে জলের চাহিদা পূরণ করে তাই এটি ব্যবহারে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই।

সাবধানতা 

প্যানথেনল ব্যবহারের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এমনকি অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহারেও এখন অবধি তেমন কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.