ত্বকের জন্য পেপটাইড

peptides for skin
peptides for skin

পেপটাইড বা পলিপেপটাইড আসলে প্রাকৃতিক পুষ্টি উপাদান। তবে স্কিনকেয়ারের অনেক প্রোডাক্টেই এই পুষ্টিগুণ বিদ্যমান। পেপটাইড আসলে অ্যামিনো অ্যাসিড যা ত্বকের জন্য দরকারী পুষ্টি উপাদান তৈরি করে থাকে প্রাকৃতিক উপায়ে। আর পেপটাইডের কারণে স্কিনে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। আর কোলাজেন মানেই তারুণ্যময় ত্বক।

উপকারিতা 

পেপটাইড ত্বকের যেসব উপকারে আসে –

  • ত্বকের প্রোটেকটিভ ব্যারিয়ারকে আরো মজবুত ও শক্তিশালী করে;
  • রিঙ্কেলস, ফাইন লাইনস এবং বার্ধক্যজনিত সব লক্ষণ দূর করে;
  • স্কিনে কোলাজেন ও ইলাস্টিনের মাত্রা বৃদ্ধি করে;
  • ড্যামেজ স্কিন রিপেয়ারে সাহায্য করে;
  • স্কিনটোন করে আরো ইভেন ও বিউটিফুল;
  • ইনফ্লেমেশন এবং ব্রেকআউট প্রতিরোধ করে;

ব্যবহারবিধি 

সিরাম, ময়েশ্চারাইজার এবং ক্রিমে পেপটাইড থাকে। তবে সেটা অবশ্যই নিজের স্কিন টাইপ অনুযায়ী হলেই সবচেয়ে ভালো হয়। তবে অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেয়াই উচিত।

সাবধানতা 

আলফা হাইড্রক্সি অ্যাসিডের সাথে পেপটাইড ব্যবহার করলে সেটার কার্যক্ষমতা কমে যায়। আর নিয়াসিনামাইড, ভিটামিন সি এবং পেপটাইড একসাথে ব্যবহার করা উচিত নয়।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.