ত্বকের জন্য পলি হাইড্রক্সি এসিড

আলফা বা বেটা হাইড্রক্সির চাইতে অনেক বেশি মাইল্ড একটা এসিড হচ্ছে পলি হাইড্রক্সি এসিড বা পিএইচএ। এটিও কয়েকটি এসিডের সমষ্টি। এতে থাকে –

  • গ্লুকোনোল্যাকটন;
  • গ্যালাকোটোসেন;
  • ল্যাকটোবায়োনিক এসিড।

পিএইচএ কেমিক্যাল এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। স্কিন থেকে মৃত কোষ সরিয়ে দেয়। ফলে স্কিন হয় মসৃণ এবং ইভেন। এমনকি এই এসিড সেনসিটিভ স্কিনেও এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে থাকে।

উপকারিতা 

যদিও এই এসিড কেমিক্যাল এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে থাকে। তবে এছাড়াও ত্বকের আরো অনেক বিশেষ যত্নেও এই এসিড কার্যকর। ত্বকের যেসব উপকার করে থাকে –

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে;
  • ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে;
  • ত্বককে করে নিখুঁত ও মসৃণ;
  • ত্বকের সামগ্রিক জ্যোতি বাড়ায়;
  • ত্বকের এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে;
  • ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়।

ব্যবহারবিধি 

কেমিক্যাল এক্সফোলিয়েন্টের কাজ করলেও অনেক মাইল্ড হওয়াতে সেনসিটিভ ত্বকেও তেমন একটা সমস্যা তৈরি করে না। তবে অতিরিক্ত নয়। সপ্তাহে দুবারের বেশি নয়। আবার, প্রথমবারে ইরিটেশন হতে পারে ত্বকে। ব্যবহারে তা কমে যাবে।

সাবধানতা 

এই এসিড এতটাই মাইল্ড যে এর বিপদাশংকাও অনেক মিনিমাল। শুধুমাত্র স্কিন টাইপ অনুসারে প্রথমবার ব্যবহারেই যা ইরিটেশন হয়। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে ইরিটেশন না কমলে ডাক্তারের শরনাপণ্ণ হতে হবে।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.