মধু এবং জেলির কথা তো কমবেশি সবাইই শুনেছেন; কিন্তু স্কিনকেয়ারে প্রোপোলিসের নাম কি শুনেছেন? হ্যাঁ, প্রোপোলিসও স্কিনকেয়ারে দারুণ কার্যকরী এক প্রাকৃতিক উপাদান। প্রাচীনকাল থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে স্কিনের হিলার হিসেবে। অর্থাৎ, নতুন ত্বক প্রতিস্থাপনে এটি দারুণ কার্যকরী একটি উপাদান। অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-মাইক্রোবায়াল হিসেবেও এটি কাজ করে থাকে।
উপকারিতা
প্রোপোলিস ত্বকের যেসব উপকারে আসে –
- অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে;
- অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কার্যকর;
- অ্যান্টি-মাইক্রোবায়াল হিসেবেও দারুণ কাজ করে;
- ত্বকের ক্ষত নিরাময়ে কাজ করে;
- ব্রণের দাগ ও ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করে;
- ত্বকের সুরক্ষা দেয়।
ব্যবহারবিধি
প্রাকৃতিক উপাদান হওয়ায় প্রোপোলিস নিত্যদিনই ব্যবহার উপযোগী। পিগমেন্টেশন, ক্ষত এবং ব্রণের কারণে নষ্ট হওয়া টেক্সচার সবকিছুই ধীরে ধীরে হিলিং করে প্রোপোলিস।
সাবধানতা
যাদের স্কিন এই উপাদানে ইনফ্লেমেশন বা হালকা জ্বালাপোড়া তৈরি করে তাদের ব্যবহার না করাই উত্তম। এছাড়া, এখনো এমন কোনো উপাদান পাওয়া যায়নি যেটা ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।