ত্বকের জন্য স্কোলেইন

squalene for skin
squalene for skin

রেটিনল, হায়ালুরোনিক এসিড এবং নিয়াসিনামাইডের সঙ্গে স্কোলেইন নামটি প্রায়শই শোনা যায় স্কিনকেয়ারের উপাদান লিস্টে। স্কোলেইন হচ্ছে এমন একটি পুষ্টি উপাদান যা আপনার ত্বককে কোমল ও স্নিগ্ধ রাখতে সাহায্য করে। রেটিনলের সঙ্গে মিশে এই প্রাকৃতিক উপাদান ত্বকের প্রটেকটিভ ব্যারিয়ারকে করে তোলে আরো মজবুত ও শক্তিশালী। স্কোলেইন আসলে স্কোয়ালেইনের হাইড্রোজেনেটেড ফর্ম। যেটা স্কিনে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। তবে বয়স বাড়ার সাথে সাথে এর পরিমাণ কমতে থাকে।

উপকারিতা 

স্কোলেইন ত্বকের যেসব উপকারে কাজ করে থাকে –

  • ত্বকের বহিরাগত প্রাকৃতিক ব্যারিয়ারকে করে শক্তিশালী;
  • ইনফ্লেমেশন ও জ্বালাপোড়া দূর করে;
  • ড্রাই ও সেনসেটিভ ত্বকের হাইড্রেশন ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে;
  • চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে;
  • ত্বকের অয়েলি বা তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে।

ব্যবহারবিধি 

স্কোলেইন ব্যবহারের পূর্বে ভালোভাবে জেনে নিতে হবে উক্ত স্কোলেইন অয়েল কি ১০০ শতভাগ উদ্ভিদ উৎপন্ন কিনা। যদি হয় তাহলে দিনে কয়েক ফোঁটা ব্যবহারে ক্ষতির কোন আশংকাই নেই। রেটিনলের সাথেও ব্যবহার করা যায়। আবার ময়েশ্চারাইজারের সাথেও।

সাবধানতা 

ইমোলিয়েন্ট হওয়ায় এটি ত্বকের কোন ক্ষতি করে না। আর সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। তবে যদি লালচে ভাব বা অন্য কোনো কিছু দেখা দেয় তাহলে বুঝতে হবে ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.