সী বাকথর্ন আসলে এক ধরণের উদ্ভিদের নাম। এই গাছের পাতা, ফুল, ফল এবং বীজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। অ্যান্টি এজিং এবং ত্বকের সতেজ ভাব বজায় রাখতে এই উদ্ভিজ্জ উপাদান দারুণ কার্যকরী। সী বাকথর্নে ভিটামিন এ, বি১, বি২, বি৬ এবং সি – সহ আরো প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই পাওয়া যায়।
উপকারিতা
সী বাকথর্ন ত্বকের যেসব উপকারে আসে –
- স্কিন ময়েশ্চারাইজ করে;
- স্কিনের ইরিটেশন দূর করে;
- ব্রণ নির্মূলে সাহায্য করে;
- ড্যামেজ স্কিন হিলিংয়ে সাহায্য করে;
- ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে;
- সানড্যামেজের কারণে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে;
- সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দেয় সুরক্ষা।
ব্যবহারবিধি
মূলত যে ব্যবহার করছে তার বয়স, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় মিলিয়ে নির্ধারণ করে সী বাকথর্ন ব্যবহারের পরিমাপ ও নির্দেশনা। তবে যেই প্রোডাক্টে ব্যবহার করা হয় সেগুলোর নির্দেশনা এবং অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।
সাবধানতা
সেনসিটিভ স্কিনে খানিকোটা লালচেভাব বা জ্বালাপোড়া করতে পারে। এছাড়া, তেমন কোনো প্রতিক্রিয়ার কোনো উদাহরণ পাওয়া যায় নি।