শামুকের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তবে বর্তমানে শামুকের ব্যবহার অতি জনপ্রিয়তা পেয়েছে। স্নেইল ফেসিয়াল বা স্পা বর্তমানকালে অনেক জনপ্রিয় একটি শব্দ। মুখের ত্বকের উপর জীবন্ত শামুক ছেড়ে দেয়া হয় – যা আপনার ফেইস থেকে সব ময়লা এবং অমেধ্য শুষে নেয়। তাই স্কিন ক্লিনের পাশাপাশি একটা রিফ্রেশমেন্টও কাজ করে। শামুক থেকে যে নির্যাস বের হয় তাকে স্নেইল এক্সট্র্যাক্ট বা মিউসিন বলে। এতে থাকে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও হায়ালুরনিক অ্যাসিডের মিশ্রণ। যা ত্বককে করে সুন্দর এবং সতেজ।
উপকারিতা
স্নেইল এক্সট্র্যাক্ট ত্বকের যেসব উপকারে আসে –
- স্কিন ময়েশ্চারাইজ করে।;
- ত্বকের কোষে কোলাজেনের মাত্রা বাড়ায়;
- স্কিন হিলিং ও রিজেনারেশনে কাজ করে;
- স্ট্রেচমার্কস ও দাগ কমায়;
- ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে;
- স্কিনের ডেড সেল রিমুভ করে;
- ত্বকের টেক্সচার ঠিক রাখতে সাহায্য করে;
- ত্বকে দেয় ফ্রেশ এবং স্মুদিং ফিল।
ব্যবহারবিধি
ময়েশ্চারাইজার, সিরাম, মাস্ক এবং এমনকি ক্লিনজারেও মিউসিন বা স্নেইল এক্সট্র্যাক্ট পাওয়া যায়। তাছাড়া, জীবন্ত শামুক ব্যবহারেরও চল তো আছেই।
সাবধানতা
যেহেতু এটি প্রাকৃতিক তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এটি অত্যন্ত কার্যকর। দিনে একবার কি দুবার ব্যবহার করা যায়; তবে অবশ্যই যেই প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে তার নির্দেশনা অনুযায়ী। ভিটামিন সি, গ্লাইকোলিক এসিড, রেটিনল এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে ব্যবহার করা যাবে।