ত্বকের জন্য টি ট্রি অয়েল

tea tree oil for skin
tea tree oil for skin

টি ট্রি হচ্ছে এক ধরনের এসেনশিয়াল অয়েল। তবে অন্যান্য অয়েলের চাইতে এই অয়েলের গুণাগুণ অনেক বেশি। এতে অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়ালসহ অনেক বৈশিষ্ট্য বিদ্যমান। ব্রণ দূর করা, সানট্যান দূর করা, ময়েশ্চারাইজ রাখা ইত্যাদি কাজে টি ট্রি অয়েল বেশ উপকারী।

উপকারিতা 

টি ট্রি অয়েল যেসব উপকারে আসে –

  • স্কিনের শুষ্ক ভাব রোধ করে।
  • রোদে পোড়া ভাব দূর করে।
  • ব্রণ দূর করতে সাহায্য করে।
  • স্কিনের ইরিটেশন কমাতে সাহায্য করে।
  • অয়েলি স্কিন ভালোভাবে ক্লিন করে।
  • খুশকি দূর করে এবং চুলকে করে মজবুত।

ব্যবহারবিধি 

টি ট্রি যেহেতু একটি এসেনশিয়াল অয়েল তাই এটি সরাসরি মুখ দিয়ে গ্রহণ করা উচিত হবে না।

সাবধানতা 

টি ট্রি মোটামুটি সকলের জন্যই ব্যবহার উপযোগী। তবে কিছু কিছু ক্ষেত্রে ইরিটেশন দেখা দিতে পারে। আর যাদের ব্রণের সমস্যা আছে তাদের স্কিনের লালচেভাব, শুষ্কতা এবং সাময়িকভাবে আরো অন্যান্য আনুষঙ্গিক উপসর্গ দেখা দিতে পারে।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.