যারা ব্রণের সমস্যায় ভুগছেন, তাঁদের একমাত্র হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড

যাদের ত্বকে একনে বেশি হয়, যারা ব্রণের সমস্যায় ভুগছেন, তাঁদের একমাত্র হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড (বেটা হাইড্রোক্সি অ্যাসিড / বিএইচএ)

স্যালিসাইলিক অ্যাসিড আসলে খুব ই মাইল্ড এক্সফোলিয়েটর। এটা পোর এর গভীরে গিয়ে ত্বক কে পরিষ্কার করে, উজ্জ্বল করে তোলে। ত্বকের উপরের মৃত কোষ কে পরিষ্কার করতে এর জুড়ি নেই। এটি ত্বকের উপরে যে মরা কোশ এর যে স্তর তার মাঝে গিয়ে, নতুন সজীব ত্বক কে বের করে আনে।

অনেকেই ভাবেন স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ দূর করতে সাহায্য করে। কিন্তু এই ধারণা পুরোপরিভাবে সঠিক নয়।

  • এটি আসলে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করে।
  • ত্বক এর সেবাম ক্ষরণ কে নিয়ন্ত্রন করে।
  • মৃত কোষ কে পরিষ্কার করে।
  • পোর কে গভীর ভাবে পরিষ্কার করে, ও ওপেন পোর বা বড়ো পোর এর সমস্যা কে কমায়।

এগুলি হল তাৎক্ষণিক ফল যা আপনি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত যে কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন।

এটি যদি ক্রমাগত ভাবে ব্যবহার করা যায়, তাহলে উপরিউক্ত কারণ গুলির জন্য যাদের ব্রণ দেখা দিচ্ছে, তাদের সে সমস্যা থাকবে না। সমস্ত প্রকার স্কিন এর জন্য এটি উপকারী হলেও যারা অয়েলী স্কিন এর সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি miraculous

আমাদের এভেইলেবেল কিছু স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার এর নাম-

♦ Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser

Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser- 150ml

♦ Innisfree Bija Trouble Facial Foam

Innisfree Bija Trouble Facial Foam- 150ml

♦ Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam

Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam- 100ml

♦ Cosrx AC Collection Calming Foam Cleanser

Cosrx AC Collection Calming Foam Cleanser- 150ml

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.