টাইটানিয়াম ডাই-অক্সাইড একটি খনিজ উপাদান যা অনেক স্কিনকেয়ার প্রোডাক্টেই পাওয়া যায়। তবে বিশেষ করে সানক্রিমে। সূর্যের ক্ষতিকর UVA ও UVB রশ্মির বিরুদ্ধে দারুণ কার্যকর একটি উপাদান টাইটানিয়াম ডাই-অক্সাইড। জিঙ্ক অক্সাইডের সাথেও টাইটানিয়াম ডাই-অক্সাইডের ব্যবহার বেশ ভালো ভাবেই দেখা যায়। রোদে পোড়া ভাব ও বয়সের ছাপের বিরুদ্ধে দারুণ কার্যকর একটি খনিজ উপাদান।
উপকারিতা
টাইটানিয়াম ডাই-অক্সাইড ফিজিক্যাল সানস্ক্রিন হিসেবে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিয়ে থাকে। এছাড়াও ত্বকের যেসব উপকারে আসে –
- সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে দেয় উচ্চমাত্রার সুরক্ষা;
- রোদে পোড়া ভাব ও ত্বক ক্যানসার থেকে দেয় সুরক্ষা;
- ত্বকে হোয়াইট পিগমেন্ট হিসেবে কাজ করে;
- পরিবেশগত দূষণ থেকে ত্বক সুরক্ষিত রাখে;
- ত্বকের উপরের স্তরে আলাদা সুরক্ষা আবরণ তৈরি করে।
ব্যবহারবিধি
সানক্রিম মূলত রোদের তাপে বের হবার অন্তত আধা ঘণ্টা আগে স্কিনে প্রয়োগ করতে হয়। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা উচিত এবং তা প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর ত্বকে পুনরায় প্রয়োগ করতে হবে।
সাবধানতা
যে কোন স্কিন টাইপেই টাইটানিয়াম ডাই-অক্সাইড ব্যবহারে কোন ক্ষতির সম্ভাবনা নেই। তবুও সতর্কতার জন্য ডার্মাটোলজিস্ট বা ডাক্তারের শরনাপণ্ণ হওয়া উচিত।