সেন্টেলা এশিয়াটিকা বা Cica কোরিয়ান স্কিনকেয়ার জগতে পরিচিত এমন একটি ইনগ্রেডিয়েন্ট যা অনেক আগে থেকেই মেডিসিন তৈরিতে, ড্যামেজড স্কিনকে ঠিক করতে ব্যবহার হয়ে আসছে। তবে সম্প্রতি স্কিনকেয়ার বিশেষজ্ঞ রা আরো গবেষণা করে Centella Asiatica র নতুন কিছু গুনাগুন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এটি বলা হয়ে থাকে যে Centella Asiatica সবকিছুর সাথে সাথে অ্যান্টি এজিং উপাদান হিসেবেও কাজ করতে সক্ষম।
Centella Asiatica হলো এক ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যা সব ধরনের স্কিনের জন্যই ব্যবহার উপযোগী। কারন হিসেবে এর কয়েকটি গুনের কথা বলা যায়, যা না বললেই নয়।
Centella Asiatica স্কিনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে যা স্কিনের ইনফ্ল্যামেশন কমায় ও স্কিনের ফোলাভাব কমায়।
আবার এটি স্কিনে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে যা স্কিনের ফ্রি র্যাডিক্যালস রিমুভ করে স্কিনকে টক্সিক হওয়া থেকে প্রোটেক্ট করে।
স্কিনে অনেকসময় ব্যাকটেরিয়ার কারনে একনে হয়, আবার ইনফেকশন এর কারনে স্কিনে ইরিটেশন হতে পারে। Centella Asiatica স্কিনের ব্যাকটেরিয়া রিমুভ করে ও স্কিনকে রাখে ইরিটেশন ফ্রি।
Centella Asiatica স্কিনের একনে ও একনে স্কারস রিডিউস করতে ও দারুন কাজ করে। কারন এটি স্কিনের কোলাজেন প্রডিউস করতে ও স্কিন সেলস রিজেনারেট করতে হেল্প করে।
অন্যদিকে Centella Asiatica স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে হেল্প করে। এছাড়াও স্কিনে কোলাজেন প্রোডাকশন বাড়ানোর কারনে স্কিন ময়শ্চারাইজড থাকে তাই স্কিনের স্বাভাবিক হাইড্রেশন বজায় থাকে ফলে স্কিনে রিংকেলস ও ফাইন লাইনস ভিজিবিলিটি কম হয়।
আবার Centella Asiatica ড্যামেজড স্কিন ঠিক করতে ও যেসব কারনে ইরিটেশন হয় সেগুলো ট্রিট করতে ভূমিকা পালন করে।
এবার দেখা যাক কোরিয়ান স্কিনকেয়ার প্রোডাক্টে ব্যবহৃত Centella Asiatica কীভাবে স্কিনে কাজ করে।
Cos De BAHA Centella Facial Toner (CT)- 200ml
Iunik Centella Mini Set
Tiam Centella Face Calming Toner- 180ml
Purito Centella Unscented Mini Kit
Purito Centella Green Level Recovery Cream- 50ml
Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Serum- 50ml
Cos De BAHA Centella Gel Cream (CG)- 45ml
Purito Centella Green Level Buffet Serum- 60ml
Farm Stay Cica Farm Recovery Ampoule- 250ml