কি কারনে ডার্ক সার্কেল হয়ে থাকে
- মেইনলি ডার্ক সার্কেল জেনেটিক হয়ে থাকে।
- নিউট্রিশোনাল ডিফেসেন্সি ।
- যাদের খুব বেশি স্ক্রিনে কাজ করতে হয় ।
- যাদের চোখের নিচের এরিয়া তে বাকি জায়গা থেকে ফ্যাট বেশি ।
- ডায়েট যদি ঠিক না থাকে তাহলে কসমেটিক ইউজ করে খুব বেশি বেনেফিট পাবেন না
- লবনাক্ত খাবার খেলে
- প্রসেস খাবার খেলে
- জাঙ্ক ফুড বেশি খেলে
ভালো এমাউন্টের ঘুম প্রয়োজন । এখন এটা এক এক জন এর উপর ডিপেন্ড করে ,ঘুম কম হলে চোখের নিচে স্কিন অনেক টায়ার্ড লাগে দেখতে এতে করে চোখের নিচের রগ গুলো বেশি ভেসে উঠে তখন চোখের নিচে বেশি কালো লাগে দেখতে
বডি ডিহাইড্রেটেড করা যাবে না ,অনলি পানি খেলে হবে না সাথে ফ্রুট জুস খেতে হবে মিনিমাম ১ গ্লাস অ্যান্ড পানি খেতে হবে ৭/৮ গ্লাস ।
- সানব্লক ইউজ না করলে ।
- স্মোক করলে
- এল্কোহল পান করলে
- এলার্জি / আই এলার্জি থাকলে ডার্ক সার্কেল হতে পারে
- চোখ ঘষা মাজা করলে