আপনার ত্বকের ধরণ কি জানা আছে?

আপনার ত্বকের ধরণ কি জানা আছে?

হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমনি আমাদের সবার ত্বকের ধরণও এক না। যেকোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্বকের ধরণ জানা। কারণ যে প্রোডাক্টটি অয়েলি স্কিনের জন্য সুইটেবল সেই প্রোডাক্ট ড্রাই কিংবা সেনসিটিভ স্কিনের মানুষ ইউজ করলে সঠিক বেনিফিট পাবে না। বেনিফিট তো দূরে থাক স্কিন প্রবলেমও শুরু হয়ে যেতে পারে। নিজের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট বাছাই করার জন্য দরকার নিজের স্কিন টাইপ বোঝা। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরে বসে কিছু সহজ টেস্টের মাধ্যমে বুঝবেন আপনার স্কিন টাইপ।

ত্বকের ধরণ নির্ধারণ
সাধারণত পাঁচ ধরনের স্কিন টাইপ রয়েছে। যেমনঃ-

  1. অয়েলি স্কিন
  2. ড্রাই স্কিন
  3. সেনসিটিভ স্কিন
  4. নরমাল স্কিন
  5. কম্বিনেশন স্কিন

আপনার স্কিন কেমন তা যদি জেনে না থাকেন তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপঃ-১
ত্বকের ধরণ নির্ধারণ করার জন্য প্রথমে খুব ভালো করে ক্লিনজার দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন।

স্টেপঃ-২
ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করার পর কোনো প্রোডাক্ট ব্যবহার না করে ১ ঘন্টা অপেক্ষা করুন।

স্টেপঃ-৩
এবার একটা টিস্যু কয়েক টুকরো করে নিন। টিস্যুগুলো আপনার কপাল, নাক, গাল এবং থুতনিতে চেপে বসিয়ে দিন। যদি সব টিস্যুগুলোই আপনার মুখে লেগে থাকে তাহলে বুঝবেন আপনার অয়েলি স্কিন। আর যদি এর ঠিক উল্টো টা অর্থাৎ প্রতিটা টিস্যু স্কিন থেকে পরে যায় তাহলে বুঝবেন আপনার স্কিন ড্রাই। যদি টিস্যুগুলো আপনার টি জোন অর্থাৎ কপাল, নাক এবং থুতনিতে লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার স্কিন টাইপ কম্বিনেশন। নরমাল স্কিন যাদের তাদের টিস্যুগুলো স্কিনে কিছুক্ষণ থেকে পড়ে যাবে। আর যাদের সেনসিটিভ স্কিন তাদের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই রেডনেস, ইচিং, ইরিটেশন ফিল হবে।

স্কিন টাইপ অনুযায়ী কেমন প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ?
আপনার স্কিন টাইপ তো জেনে গেলেন। এবার আপনার স্কিন টাইপ অনুযায়ী স্কিনের কেমন যত্ন নেওয়া উচিৎ এবং কেমন প্রোডাক্ট বাছাই করা উচিৎ তা নিয়ে এখন আলোচনা করবো।

অয়েলি স্কিন
যাদের অয়েলি স্কিন তাদের অয়েল ফ্রি এবং জেল বেজড ফর্মুলার ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা উচিৎ। অয়েলি স্কিন টাইপ মানুষদের অনেক বেশি সিবাম প্রডিউস হয়। যার ফলে পোরস ক্লগড হয়ে একনে ব্রেক আউট বেড়ে যায়। এছাড়াও অয়েলি স্কিন হলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এর সমস্যা তো লেগেই থাকে৷ তাই এইসব সমস্যা এড়াতে স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ।

ড্রাই স্কিন
যাদের ড্রাই স্কিন, শীতকাল তাদের জন্য এক আতংকের নাম। এছাড়াও সারা বছরই তাদের স্কিন হয়ে থাকে শুষ্ক ও নিষ্প্রাণ। তবে সঠিক স্কিন কেয়ার করলে স্কিন প্রবলেম গুলো দূর করা সম্ভব। যাদের ড্রাই স্কিন তাদের প্যাচিনেস, ইচিনেস, রেডনেসের সমস্যা দেখা দেয়। তাই যাদের ড্রাই স্কিন তাদের হায়ালুরনিক এসিড, হানি এক্সট্র‍্যাক্ট, রাইস এক্সট্র‍্যাক্ট, ভিটামিন-ই সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ। এসব ইনগ্রিডিয়েন্টস ড্রাই স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করে স্কিনকে করে হাইড্রেটেড।

নরমাল স্কিন
নরমাল স্কিন সবারই কাম্য। কেননা যাদের নরমাল স্কিন তাদের প্রোডাক্ট বাছাইয়ে খুব বেশি হিমশিম খেতে হয় না। নরমাল স্কিনে ওয়াটার টু অয়েল লেভেল ব্যালান্স থাকে। তবে তাদের কনসার্ন হওয়া উচিৎ এমন প্রোডাক্ট বাছাই করা যা স্কিনের স্বাভাবিক ময়েশ্চার ঠিক রাখবে।

কম্বিনেশন স্কিন
যাদের কম্বিনেশন স্কিন তাদের টি জোন এরিয়া অয়েলি এবং বাকি স্কিন এরিয়া ড্রাই। তাই যাদের কম্বিনেশন স্কিন তারা টি জোনে ওয়াটার বেজড ময়েশ্চারাইজার এবং বাকি জায়গায় অয়েল বেজড ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারে। তবে কেউ যদি নরমাল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে চান কম্বিনেশন স্কিনের জন্য তাও খুব একটা মন্দ হয় না।

সেনসিটিভ স্কিন
যাদের স্কিন সেনসিটিভ তাদের যেকোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিৎ। কারণ স্পেসিফিক ভাবে বলা মুশকিল ঠিক কোন ইনগ্রিডিয়েন্ট আপনার স্কিনের জন্য ক্ষতিকারক। দেখা গেলো একটি ইনগ্রিডিয়েন্ট আপনার স্কিনে স্যুট করলেও সেটা হয়তো অন্য সেনসিটিভ স্কিন টাইপ মানুষের স্কিনে ইউজ করার সাথে সাথেই রিয়্যাকশন শুরু হয়ে গেছে। তাই যেকোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে দেখে নিন স্পেসিফিক কোন ইনগ্রিডিয়েন্ট আপনার স্কিনের জন্য সুইটেবল না।

এই পাঁচ ধরনের স্কিন টাইপ ছাড়াও বিশেষ দুই ধরনের স্কিন টাইপ রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার আমি মনে করি। স্কিন টাইপ দুইটি হলোঃ-

  1. ডিহাইড্রেটেড স্কিন
  2. ম্যাচিউর স্কিন

ডিহাইড্রেটেড স্কিন
এই স্কিন টাইপ কিছুটা ড্রাই স্কিনের মতো। অনেক বেশি ড্রাই ফিল হয় তাই হায়ালুরনিক এসিড, গ্লিসারিন, বেটা গ্লুকান সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ।

ম্যাচিউর স্কিন
৩০ বছরের পর থেকে আমাদের স্কিনে এজিং প্রসেস শুরু হয়। এই সময় ত্বকে কোলাজেন প্রোডাকশন কমতে থাকে। ফলে রিংকেলস, ফাইন লাইন দেখা দেয়। তাই এই স্কিন টাইপ মানুষদের কোলাজেন, পেপটাইড সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ।

আশা করি আজকের ব্লগটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিলো। হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে ও ব্লগ পড়তে চারদিকে ওয়েবসাইট এর সাথেই থাকুন।

3 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.