ঈদের দিন সতেজ ত্বক চাই? আগে থেকেই ত্বকের যত্ন নেবেন যেভাবে

skincare

নানা কাজের ব্যস্ততাতেও ঈদের দিন ত্বক সতেজ ও প্রাণবন্ত থাকুক, এমনটি কে না চায়? ঈদের পর সপ্তাহজুড়েও চলে দাওয়াতের আসর। আর সব জায়গায় অ্যাটেন্ড করতে চাইলে সাজগোজ তো কিছুটা করতে হবেই। কিন্তু ত্বকই যদি সুস্থ না থাকে, তাহলে যতই নিজেকে সাজান না কেন, লুক পারফেক্ট দেখাবে না। ঈদ মানে শুধু সুন্দর দেখাবে তা নয়, বরং এর সাথে আত্মবিশ্বাসও জড়িত। ঈদের দিন সতেজ ত্বক চাইলে ত্বকের যত্ন নেয়া শুরু করতে হবে এখন থেকেই। চলুন জেনে নেয়া যাক ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে।

ঈদের দিন সতেজ ত্বক পেতে চাইলে যা যা করবেন

সতেজ ত্বক মানে যে ফর্সা হতে হবে এমন নয়। অয়েলি, ড্রাই বা কম্বিনেশন – ত্বক যেমনই হোক না কেন, ভেতর থেকে ময়েশ্চারাইজড থাকা, ন্যাচারাল গ্লো ধরে রাখা জরুরি। আর এজন্য স্কিনকেয়ারের বিকল্প নেই। হেলদি ও রেডিয়েন্ট স্কিনের জন্য সঠিক প্রোডাক্ট ব্যবহার করা জরুরি। তবে ঈদ বা অন্যান্য উৎসব যখন আসে তখন সবাই চায় স্কিনে একটু গ্লো আসুক, মেকআপ করলে সেটা স্মুথ হোক, দেখতে সুন্দর লাগুক। তো এসবের জন্য ঈদের আগে থেকেই ত্বকের যত্ন নেয়া শুরু করতে হবে। কীভাবে যত্ন নিলে ঈদের দিন সতেজ ত্বক পাওয়া যাবে তাই জানাবো আজ।

১) ক্লিনজার ব্যবহার করা  

স্কিনকেয়ারের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং। সারাদিন আমাদের ত্বকে বাইরের পল্যুশন, ডার্ট, সানস্ক্রিন, মেকআপ পার্টিকেলস জমে ত্বককে ড্যামেজ করে দেয়। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং অয়েল দিয়ে ত্বক পরিষ্কার করে নিয়ে মাইল্ড একটি ফেইসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। সকালে ও রাতে দুইবার ফেইস ক্লিন করতে হবে ভালোভাবে। এতে ত্বকে থাকা ইমপিওরিটিস দূর হয়ে যাবে।

ঈদের আগে সতেজ ত্বক পাওয়ার জন্য ক্লিনজিং জরুরি

২) এক্সফোলিয়েশন করা

পোরস আনক্লগ করতে এবং ডেড স্কিন সেলস রিমুভ করতে এক্সফোলিয়েশন জরুরি। ত্বকের ধরন অনুযায়ী সপ্তাহে এক বা দুইবার লাইট এক্সফোলিয়েন্ট ব্যবহার করুন। ডেড স্কিন সেলস রিমুভ হলে স্কিন আরও স্মুথ লাগবে, ব্রাইট হবে। অতিরিক্ত এক্সফোলিয়েশন করলে ত্বকে ইরিটেশন হতে পারে।

৩) টোনার অ্যাপ্লাই করা

স্কিনকেয়ার রুটিনের পরের ধাপটি হচ্ছে টোনিং। স্কিন থেকে ডার্ট পার্টিকেলস রিমুভ করতে এবং ক্লগড পোরস আনক্লগ করতে টোনার হেল্প করে। এটি ব্যবহারে স্কিনের পিএইচ লেভেল ব্যালান্সড হয় এবং স্কিনে ফিরে আসে হারানো গ্লো।

৪) ময়েশ্চারাইজার ব্যবহার করা

স্কিন হেলদি ও নারিশড রাখার জন্য ত্বকের ময়েশ্চার ধরে রাখা খুবই জরুরি। ত্বকের ধরন অনুযায়ী লাইটওয়েট ময়েশ্চারাইজার বেছে নিন, সেটি ব্যবহারে স্কিন হবে সফট ও স্মুথ। টোনার অ্যাপ্লাই করার পর সকালে ও রাতে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৫) সানস্ক্রিন অ্যাপ্লাই করা

প্রিম্যাচিউর এজিং সাইনস ও স্কিন ড্যামেজ থেকে সুরক্ষা পাওয়ার জন্য সান প্রোটেকশন ব্যবহার করতে হবে। ইউভি রেডিয়েশন থেকে ত্বককে সুরক্ষিত রাখার জন্য, এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে যাওয়ার ১৫-২০ মিনিট আগে অ্যাপ্লাই করুন এবং ২/৩ ঘন্টা পরপর রি অ্যাপ্লাই করুন।

সানস্ক্রিন অ্যাপ্লাই

৬) স্টিম করা 

স্ক্রাবিং এর পর যদি ফেইসে বিউটি পার্লারের মতো ইফেক্ট চান, তাহলে কয়েক মিনিটের জন্য ফেইস স্ট্রিম করে নিন। এতে ক্লগড পোরস ওপেন হয়। স্টিম করলে ত্বক ঘামে এবং টক্সিন বের হয়ে যায়। স্টিম শেষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৭) ফেসিয়াল হেয়ার রিমুভ করা

ঈদের আগে ফেইসের এক্সট্রা হেয়ার রিমুভ করেন অনেকে। পার্লারে যেয়েই এটি করতে পারেন। যদি সময় না পান, তাহলে বাসাতেও ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজর ব্যবহার করে হেয়ার রিমুভ করতে পারেন। ঘরে বসে ব্রো শেইপও করে নিতে পারেন।

৮) ক্লে মাস্ক ব্যবহার করা

ঈদের দিন সতেজ ত্বক পাওয়ার জন্য করণীয় কাজের মধ্যে আরেকটি হচ্ছে ক্লে মাস্ক ব্যবহার করা। ডিটক্সিফায়িং ক্লে মাস্ক ত্বককে ডিটক্সিফাই করে এবং স্কিন পিউরিফাই করে। তাই ত্বকের ধরন অনুযায়ী ক্লে মাস্ক বেছে নিন ঈদের আগেই।

৯) শিট মাস্ক অ্যাপ্লাই করা

ঘুমাতে যাওয়ার আগে শিট মাস্ক লাগিয়ে নিতে পারেন। ঘুম থেকে ওঠার পর দেখবেন ত্বক হাইড্রেটেড হয়েছে, সেই সাথে লুকটাও ফ্রেশ দেখাচ্ছে। ভিটামিন সি বা নিয়াসিনামাইড যুক্ত মাস্ক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

ঈদের আগে সতেজ ত্বক পাওয়ার জন্য শিট মাস্ক অ্যাপ্লাই করুন

১০) হাত ও পায়ের যত্ন নেয়া 

ঈদের দিন সতেজ ত্বক মানে কিন্তু শুধু মুখ নয়, বরং হাত ও পা সুন্দর দেখানোও জরুরি। আর সেটি সম্ভব যদি হাত ও পায়ের যত্ন নেয়া হয়। এজন্য পেডিকিওর ও মেনিকিওর ঘরেই করে নিতে পারেন।

একটি পাত্রে পরিমাণমতো গরম পানি ও অল্প শ্যাম্পু মিশিয়ে ১৫ মিনিট হাত ও পা ভিজিয়ে রাখতে হবে। হাত ও পায়ের নেইলপলিশ রিমুভ করে নিন। নেইল কাটার দিয়ে সুন্দরভাবে ট্রিম করে নিন। এরপর কিউটিকল ক্লিন করে নিতে হবে। যদি পায়ের নিচে মরা চামড়া বেশি থাকে, তাহলে পেডি স্টোন দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করে নিতে হবে। এরপর বডি স্ক্রাব বা মাইল্ড কোনো স্ক্রাব দিয়ে নেইলস এরিয়া ও হাত-পা এক্সফোলিয়েট করে নিন। নখের হলুদ রঙ দূর করার জন্য লেবুর স্লাইস দিয়ে ঘষতে পারেন।

এবার ব্রাইটেনিং বডি প্যাক বা রেডিমেড উপটান হাত ও পায়ে অ্যাপ্লাই করে নিন। সবশেষে বডি লোশন বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ১/২ মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নিন। ঘরে বসে এভাবেই পেডিকিওর ও মেনিকিওর করে নিতে পারেন।

আরও কিছু পরামর্শ

ঈদের আগে সতেজ ত্বক পাওয়ার জন্য রূপচর্চার পাশাপাশি আরও কিছু পরামর্শ মেনে চলতে হবে। যেমন –

১) স্কিনকেয়ার রুটিন কোনোভাবেই স্কিপ করা যাবে না

ঈদের আগে কোনোভাবেই স্কিনকেয়ার রুটিন স্কিপ করা যাবে না। তাহলে ঈদের আগে নানা ব্যস্ততায় ত্বকের উপর দিয়ে যে ধকল যাবে তা আর সামলে ওঠা যাবে না। তাই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে।

২) হাইড্রেটেড থাকা

হাইড্রেটেড থাকা

স্কিন ময়েশ্চারাইজড রাখতে এবং শাইনিভাব ধরে রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে প্রতিদিন। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।

৩) পর্যাপ্ত ঘুমানো

পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, চোখ ফুলে যাবে, যা দেখতে একদমই ভালো লাগবে না। ঈদের আগে যেন এমনটি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।

৪) ব্যালান্সড ডায়েট মেনে চলা 

ঈদের সময় এমনিতেই মিষ্টি জাতীয় খাবার ও ভাজাপোড়া খাওয়ার পরিমাণ বেড়ে যায়। তাই কিছুদিন আগে থেকে এ ধরনের খাবার খাওয়া কমিয়ে দেয়া উচিত। ব্যালান্সড ডায়েট ফলো করুন এবং মিষ্টি কম খান।

৫) মেকআপ ক্লিন করে ঘুমানো 

সারাদিন মেকআপ করা থাকলে রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ ক্লিন করে নিতে হবে। এতে স্কিন ব্রিদ করতে পারবে। ত্বক সতেজ থাকবে।

৬) ফেইস মাস্ক অ্যাপ্লাই করা 

ঈদের দিন সতেজ ত্বক পেতে চাইলে স্ট্রেস কমানো জরুরি। সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ফেইস মাস্ক অ্যাপ্লাই করতে ভুলবেন না। সকালে ও রাতে ফেইস ম্যাসাজ করে নিন।

ঈদের আগে সতেজ ত্বক পাওয়ার জন্য কী কী করণীয় সে সম্পর্কে তো জানিয়ে দিলাম। ঈদের বেশিদিন কিন্তু নেই। জানি, প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে এখন। তারপরও নিজের জন্য একটু সময় বের করতে না পারলে হয়, বলুন? সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য তাই আর দেরি না করে স্কিনকেয়ার শুরু করে দিন আজ থেকেই। অথেনটিক সেলফ কেয়ার ও মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবেন চারদিকে’তে। চারদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারিদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।

 ছবি – সাটারস্টক

0 I like it
0 I don't like it