কিভাবে একনে মোকাবিলা করবো?

একনে

সবার একনে যেমন এক রকম না তাই সেই একনের চিকিৎসা ও একরকম না।

আমরা আজকে ৪ ধরনের একনে নিয়ে কথা বলব এবং সেগুলো কিভাবে ঠিক করা যায় সেগুলো জানবো

১. ব্ল্যাকহেডস

২. হোয়াইটহেডস

৩. পেপুলাস

৪. পুস্টল

১. ব্ল্যাকহেডসঃ আমাদের স্কিনে যখন ময়লা গুলো পোরসে আটকে যায়, স্কিন বেশি করে সেবাম তৈরি করে তখন একনের মুখ গুলো বাতাসে অক্সিডাইজ করে এমন কালো হয়ে যায়। এগুলো কে ব্ল্যাকহেডস বলা হয়।

সমাধানঃ AHA/ BHA আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

২. হোয়াইটহেডসঃ যখন আমাদের স্কিনে ব্যাক্টেরিয়া আক্রমন করে, স্কিন বেশি করে সেবাম তৈরি করে তখন স্কিনের একনে গুলো এমন সাদা সাদা হয়ে যায় এগুলো কে হোয়াইটহেডস বলে।

সমাধানঃ BHA, Niacinamide এ ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

৩. পেপুলাসঃ স্কিন যখন বেশি করে সেবাম তৈরি করে এবং হরমোনাল চেঞ্জ দেখা দেয় তখন এগুলো ছোট ছোট দানার মতো হয়ে ফুল মুখে ছরিয়ে যায়।

সমাধানঃ Niacinamide আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

৪. পুস্টলঃ ব্যাক্টেরিয়া আক্রমন ও জাংক ফুড বেশি খাওয়ার কারনে এ ধরনের একনে গুলো হয়ে থাকে এগুলো কিছুটা বড় সাইজের হয় অনেক সময় ব্যাথা হতে পারে।

সমাধানঃ Retinol আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.