একনে রিমুভ করে স্কিনকে রিফ্রেশ লুক দিতে টি ট্রি টোনার

skincare problem acne

ত্বক সুস্থ থাকুক, উজ্জ্বল ও প্রাণবন্ত থাকুক, এমনটা আমরা কে না চাই? কিন্তু এই চাওয়াতে বাধ সাধে একনে, পিম্পল, ইমপিওরিটিস। যার কারণে ত্বক মলিন হয়ে যায়, উজ্জ্বলতা হারিয়ে যায়, দিন দিন ত্বক হয়ে ওঠে রুক্ষ। ত্বকের সজীবতা ফেরাতে এরপর থেকে শুরু হয় কতই না চেষ্টা! কিন্তু সঠিক প্রোডাক্ট ব্যবহার না করার কারণে প্রবলেম আরও বেড়ে যায়। আজ আপনাদের এমন একটি প্রোডাক্টের কথা জানাবো যেটি একনে রিমুভ করে স্কিনকে দিবে রিফ্রেশ লুক এবং দূর করবে ইমপিওরিটিস।

একনে প্রন স্কিনে কি টোনার স্যুট করে?

এক কথায় যদি বলি, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ‘হ্যাঁ’। একনে প্রন স্কিনেও টোনার স্যুট করে। তবে এতে এমন উপাদান থাকতে হবে যা একনে প্রন স্কিনের জন্য বেনিফিশিয়াল। এ সম্পর্কে জানবো, সেই সাথে এমন ত্বকে টোনার ব্যবহারের আরও কিছু উপকারিতাও জেনে নেয়া যাক।

পিএইচ লেভেল ব্যালেন্স করে

ত্বকের ন্যাচারাল পিএইচ লেভেল ব্যালেন্স করতে টোনার বেশ কার্যকর। বাহিরের পরিবেশ থেকে আগত একনে কজিং ব্যাকটেরিয়াকে আক্রমণ থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

স্কিন ক্লিনজিং করে

টোনার ব্যবহারে ত্বকের ইমপিওরিটিস, এক্সেস অয়েল ও মেকআপ রেসিডিউ দূর হয়। ক্লগড পোরস হওয়ার চান্স কমায়।

একনে প্রন স্কিনের জন্য টোনার

স্কিন টেক্সচার ইমপ্রুভ হয়

নিয়সিনামাইড যুক্ত টোনার ব্যবহারে স্কিন টেক্সচার ইমপ্রুভ হয়, পোরস ভিজিবিলিটি মিনিমাইজ হয়। স্কিন ব্যারিয়ার ইমপ্রুভ হয়।

ইরিটেশন কমায়

টোনারে যদি অ্যালোভেরা, ক্যামোমাইল ও গ্রিন টি থাকে, তাহলে একনে প্রন স্কিনের ইরিটেশন, রেডনেস ও সোয়েলিং কমে। ব্রেকআউট হওয়ার চান্স কমিয়ে আনে। টোনারে থাকা AHA ও BHA ডেড স্কিন সেলস রিমুভ করতে এবং পোরস ক্লগ হতে সাহায্য করে।

SKINO TEA TREE TONER WITH (LIGHT AHA, BHA, PHA)

মাল্টি টাস্কিং SKINO TEA TREE TONER WITH (LIGHT AHA, BHA, PHA) এ আছে AHA, BHA, PHA তিনটি কেমিক্যাল এক্সফোলিয়েটর। এতে থাকা ক্যাস্টর অয়েল ইফেক্টিভলি সেল টার্ন ওভার বুস্ট করে এবং স্কিনকে রাখে স্মুথ ও হেলদি। হাই কনসেন্ট্রেশনে থাকা টি ট্রি ওয়াটার এক্সট্র্যাক্ট ক্লিয়ার স্কিন প্রোভাইড করে, সেই সাথে ইনফ্ল্যামেশন কমায়। গ্লাইকোলিক অ্যাসিড ও নিয়াসিনামাইড রিংকেলস ও ডাল স্কিন টোনকে টার্গেট করে কাজ করে।

একনে প্রন স্কিনের জন্য টোনার

বেনেফিটস

  • মাইল্ড এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং ডেড সেলস রিমুভ করে
  • ধুলোবালি, আবহাওয়ার পরিবর্তন বা দূষণ থেকে তৈরি হওয়া স্কিনের ইরিটেশন কমায়
  • প্রতিদিন ব্যবহারের জন্য পারফেক্ট এক্সফোলিয়েটর
  • সেনসিটিভ, ড্রাই বা অয়েলি স্কিনের জন্য লো পিএইচ টোনার হিসেবেও কাজ করে

যেভাবে ব্যবহার করবেন

  • ক্লিনজিং এর পর কটন প্যাডে অল্প পরিমাণ টোনার নিয়ে পুরো ফেইসে ভালোভাবে অ্যাপ্লাই করুন।
  • এবার জেন্টলি প্যাড প্রেস করে নিন যেন ফেইসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়।

সতর্কতা

  • শুধু বাহ্যিক ব্যবহারের জন্য
  • শিশুদের নাগালের বাইরে রাখুন
  • আনব্রোকেন স্কিনে সরাসরি ব্যবহার করুন
  • ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন

টোনার অ্যাপ্লাই

একনে রিমুভ করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য স্কিনো ব্র্যান্ডের এই টোনারটি খুব ভালো কাজ করে। এতে থাকা সবগুলো ইনগ্রেডিয়েন্টই ত্বকের জন্য সুপার বেনেফিশিয়াল। তাই ত্বকের যত্নে আজই এই প্রোডাক্টটি অ্যাড করে ফেলুন স্কিনকেয়ার রুটিনে। কোনো প্রোডাক্টই ব্যবহারের সাথে সাথে রেজাল্ট বোঝা যায় না। ইফেক্টিভ রেজাল্ট পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হয়। তাই প্রোডাক্ট কেনার পর ২/৩ সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন, স্কিনকেয়ার রুটিন মেনে চলুন, খাদ্যাভ্যাস ঠিক রাখুন, লাইফস্টাইল হেলদি রাখুন – দেখবেন স্কিন আগের চেয়ে অনেক হেলদি ও গ্লোয়ি হবে।

স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপের বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন চারদিকে থেকে। চারদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।

ছবি – চারদিকে, সাটারস্টক

0 I like it
0 I don't like it