ত্বকের জন্য হায়ালুরোনিক এসিড

হায়ালুরোনিক এসিড একটি পাওয়ারহাউজ হাইড্রেটর। যা যে কোনো স্কিন টাইপের জন্যই প্রযোজ্য এবং এটি স্কিনকেয়ারের কমবেশি অনেক প্রোডাক্টেই থাকে। এই সুগার মলিকিউলটি আমাদের দেহের কানেকটিভ টিস্যুতেই বেশী পরিমাণে পাওয়া যায়। হায়ালুরোনিক এসিড মূলত ত্বককে ময়েশ্চারাইজ রাখতে দারুণ কার্যকর একটি উপাদান। বাতাস ও পরিবেশ থেকে হাইড্রেশন ও আর্দ্রতা ত্বকে ধরে রাখতে সাহায্য করে এই এসিড। ত্বকের হাইড্রেশনের চাহিদা পূরণ করে এটি ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

উপকারিতা 

হায়ালুরোনিক এসিডকে হায়ালুরনোন নামেও অভিহিত করা হয়ে থাকে। এটি ত্বকে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। হায়ালুরোনিক এসিড ত্বকের যেসব উপকারে কাজে আসে –

  • ত্বককে হাইড্রেটেড রাখে;
  • রিঙ্কেলস দূর করে;
  • ত্বককে কোমল ও নমনীয় রাখে;
  • ত্বককে করে মসৃণ, সতেজ ও প্রাণবন্ত।

ব্যবহারবিধি 

হায়ালুরোনিক এসিড সাধারণত মানব দেহেই উৎপাদন হয়ে থাকে। এছাড়া, বাড়তি যত্নে হায়ালুরোনিক এসিড সম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে। তবে ক্ষেত্রবিশেষে ইনজেকশনের মাধ্যমেও হায়ালুরোনিক এসিড শরীরের দেয়া সম্ভব।

সাবধানতা 

হায়ালুরোনিক এসিড ব্যবহারে তেমন একটা নিষেধাজ্ঞা নেই। এমনকি এটি সব ধরনের স্কিন টাইপের জন্যই প্রযোজ্য। অয়েলি, সেনসিটিভ, ড্রাই বা কম্বিনেশন যে কোন স্কিন টাইপেই হায়ালুরোনিক এসিড ব্যবহার করা যাবে।

0 I like it
0 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.