ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার

6 (1)

বর্তমান যুগে লাইফস্টাইলটাই এমন যে চাইলেই ঘরে বসে থাকা যায় না, স্ট্রেস ছাড়া বাঁচা যায় না। আর এইসব সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটে আমাদের ত্বকে। ত্বক রুক্ষ হয়ে যায়, দেখা দেয় ব্রণ, কালচে দাগ রয়ে যায়, ব্ল্যাকহেডস এর প্রবলেম তো থাকেই। ব্রণের সমস্যা অনেকের ক্ষেত্রেই এতটাই বেড়ে যায় যে এ থেকে নিস্তার পাওয়ার উপায়টাও খুঁজে খুঁজে হয়রান হয়ে যান। ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে চান? তাহলে স্কিনকেয়ার রুটিনে অ্যাড করে নিন innsaei Salicylic Acid Acne Cleansing Foam। বাজারে তো এই ইনগ্রেডিয়েন্ট যুক্ত অনেক ক্লিনজারই আছে, তাহলে এটার কথা কেন বলছি? চলুন তাহলে জেনে নেয়া যাক।

Innsaei ব্র্যান্ড নিয়ে কিছু কথা

প্রোডাক্টের ডিটেইলসে যাওয়ার আগে ব্র্যান্ড নিয়ে কিছু তথ্য জেনে নেয়া দরকার। Innsaei বাংলাদেশি একটি স্কিনকেয়ার ব্র্যান্ড। দেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তাদের প্রোডাক্টগুলো তৈরি। এই ব্র্যান্ড বিশ্বাস করে স্কিনকেয়ারের ট্র্যান্সফরমেটিভ পাওয়ার রয়েছে যা শুধু স্কিনকে ভালোই রাখে না, সেই সাথে মনকেও প্রশান্তি দেয়। সত্যিকারের সৌন্দর্য একটি অন্তর্নিহিত বিষয় – এই রিয়্যালাইজেশন থেকেই তাদের যাত্রা শুরু হয়। Innsaei অর্থ হচ্ছে  inner wisdom বা অন্তর্নিহিত জ্ঞান। প্রাচীন এই কনসেপ্টকে ঘিরেই ব্র্যান্ডটি তাদের কাজ চলমান রেখেছে।

এই ব্র্যান্ড বিশ্বাস করে স্কিনকেয়ার একটি নিয়মের চেয়েও বেশি কিছু, যা কিনা সেলফ কেয়ার ও সেলফ ডিসকভারির গোপণ এক মন্ত্র। তারা তাদের সব প্রোডাক্টই এমনভাবে তৈরি করে যা ব্যবহারে আপনি পরিবেশের সাথে কিছু না কিছু যোগসূত্র খুঁজে পাবেনই। কারণ এই পরিবেশ থেকেই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টগুলো নেয়া হয়। স্কিনকেয়ার রুটিনে Innsaei কে সঙ্গী করে নিন এবং আনলক করুন আপনার ইনার ও আউটার বিউটি।

ইনসেই ব্র্যান্ড

ব্রণ কেন হয়?

ব্রণ কীভাবে দূর করবেন সে পদ্ধতি জানার আগে এটা জানা দরকার যে ব্রণ কেন হয়? আমাদের স্কিনে সেবাসিয়াস গ্ল্যান্ড নামক ক্ষুদ্র গ্রন্থি থেকে ন্যাচারালি সিবাম প্রোডিউস হয়। এই সিবামের প্রধান কাজই হচ্ছে স্কিনকে প্রোটেক্টেড ও ময়েশ্চারাইজড রাখা। অ্যান্ড্রোজেন হরমোন এই গ্ল্যান্ডকে সিবাম প্রোডিউস করার জন্য সিগন্যাল পাঠায়। সিবাম বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে স্কিনকে সুরক্ষিত রাখার জন্য প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে। সিবামের এই উপকারিতা ততক্ষণই যতক্ষণ নরমালি এটি প্রোডিউস হয়। এক্সেস সিবাম প্রোডিউস হওয়া মাত্রই স্কিন অয়েলি হয়ে ওঠে, একনে ব্রেকআউট হয়, পোরস ক্লগড হয়ে যায়।

অতিরিক্ত সিবাম প্রোডিউস হওয়ার কয়েকটি কারণ হচ্ছে-

  • আবহাওয়ার বদল হলে এমন হতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়া সেবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যেন অয়েল প্রোডিউস হয়। আবার শুষ্ক আবহাওয়াও প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে স্কিনে অয়েল প্রোডিউস করায়।
  • প্রেগনেন্সি, মেনোপজ, পিবার্টি, মেন্সট্রুয়েশন এর সময়, স্ট্রেস বেশি হলে হরমোনাল চেঞ্জ হয়। আর এ কারণে স্কিন বেশি অয়েলি হয়ে যায়।
  • সুগারি ও রিফাইন্ড কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি খেলে এক্সেস সিবাম প্রোডিউস হতে পারে।
  • পরিবারের কোনো সদস্যের স্কিন অয়েলি হলে এই সমস্যা হতে পারে।

ব্রণ কেন হয় সেই কারণগুলো তো জানা হলো। কিন্তু ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো।

ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়

innsaei Salicylic Acid Acne Cleansing Foam

একনে কীভাবে ফর্ম হয় সেটা জানার পর আমরা বুঝলাম এই সমস্যার মূল কারণ হচ্ছে স্কিন অয়েলি হয়ে যাওয়া বা স্কিনের সিবাম কন্ট্রোল করতে না পারা। যদি সিবাম কন্ট্রোল করা যায় তাহলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। আর এজন্য খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট হচ্ছে innsaei Salicylic Acid Acne Cleansing Foam। এই প্রোডাক্টটি একনে সল্যুশনে কাজ করে, ভবিষ্যতে ব্রেকআউট হওয়ার চান্স কমায়, ব্ল্যাকহেডস, ডার্ক স্পটস কমায় এবং স্কিনে রিফ্রেশ ফিল করায়। কিন্তু একটি প্রোডাক্ট এতগুলো বেনিফিট কীভাবে দেয়? কারণ এর মেইন ইনগ্রেডিয়েন্ট স্যালিসাইলিক অ্যাসিড। চলুন এবার জেনে নেয়া যাক বেনিফিটেড এই ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে।

প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্ট

innsaei Salicylic Acid Acne Cleansing Foam নাম দেখেই বোঝা যাচ্ছে এর প্রধান উপাদান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। কিন্তু এটি আসলে কী?

স্কিনকেয়ার প্রোডাক্টে দুই ধরনের অ্যাসিড রয়েছে।

  • আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA)
  • বিটা হাইড্রক্সি অ্যাসিড (BHA)

আলফা ও বিটা হাইড্রক্সি অ্যাসিড দুটোই ত্বকের এক্সফোলিয়েশনের জন্য কাজ করে। কিন্তু AHA পানিতে দ্রবণীয়, অন্যদিকে BHA তেলে দ্রবণীয়। স্যালিসাইলিক অ্যাসিড বিটা হাইড্রক্সি অ্যাসিড এবং এটি তেলে দ্রবণীয়। তাই এটি সহজে স্কিনের লিপিড স্তরের ভেতর দিয়ে পোরসের ভিতরে প্রবেশ করে এবং ক্লগড পোরস আনক্লগ করে। সেই সাথে ত্বকের গভীরে যেয়ে ব্রণকে টার্গেট করে এবং ধীরে ধীরে ব্রণকে শুকিয়ে ফেলে।

INNSAEI SALICYLIC ACID ACNE SOLUTION CLEANSING FOAM

স্যালিসাইলিক অ্যাসিডের কার্যকারিতা 

১) স্কিন এক্সফোলিয়েট করে

ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে এই উপাদানটি খুব ভালো কাজ করে। এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ, যা একনে দ্রুত কমিয়ে স্কিনে সুদিং ফিল দেয়। স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেলস রিমুভ করে বলে স্কিন থাকে সফট। প্রতিদিন বাইরের ধুলোবালি, ময়লা, মেকআপ পার্টিকেলস জমে স্কিনের পোরস ক্লগ হয়ে যেতে পারে। যা থেকে একনে প্রবলেম আরও বাড়তে পারে। ক্লিনজারে থাকা এই উপাদানটি পোরস আনক্লগ করতে হেল্প করে বলে স্কিন থাকে ফ্রেশ।

২) ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমায়

একনে ছাড়াও আমাদের মধ্যে অনেকেরই ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের প্রবলেম বেশি থাকে। স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট নিয়মিত ব্যবহারে এগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। ত্বকের অয়েলিনেস কমিয়ে ত্বককে ডিপলি ক্লিন করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা কমে আসে।

৩) একনে প্রন স্কিনের যত্ন নেয়

এই উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট ব্যবহারে পোরস থেকে পল্যুশন দূর হয়। আর পোরস ক্লিন থাকে বলে পিম্পলস বা ব্রণ হওয়ার চান্স একদমই কমে যায়। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুণ সিস্টিক একনে প্রিভেন্টেও হেল্প করে।

লরিক অ্যাসিডের কার্যকারিতা 

লরিক অ্যাসিডে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টিজ। একনে রিমুভ করার জন্য এই উপাদানটি খুবই কার্যকর। আমাদের স্কিনে Propionibacterium acnes নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটা সাধারণত ত্বকেই পাওয়া যায়। এগুলো বেড়ে গেলে একনে হওয়ার চান্সও বাড়ে। লরিক অ্যাসিড এই ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমায় এবং ইনফ্ল্যামেশন রিডিউস করে। অনেক গবেষণায় এটাও জানানো হয়েছে যে, একনে ট্রিটমেন্টে যে বেনজয়েল পারঅক্সাইড ব্যবহার করা হয়, তার চেয়েও লরিক অ্যাসিড বেশি কার্যকর। তাই বলা যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরিযুক্ত এই উপাদানটি যে শুধু একনে কমাতেই সাহায্য করে তাই নয়, বরং ভবিষ্যতে একনে হওয়ার সম্ভাবনাকেও কমায়।

ব্রণ সমস্যা থেকে মুক্তি

ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে এই ক্লিনজারের বেনিফিটস

এই ক্লিনজারটি স্কিনের বেশ কয়েকটি প্রবলেমকে টার্গেট করে ফর্মুলেট করা হয়েছে। এটি ব্যবহারে যে যে বেনিফিটস পাওয়া যাবে –

  • ইফেক্টিভলি একনে ব্রেকআউটস রিডিউস করে
  • ডার্ট ও এক্সেস অয়েল রিমুভ করে
  • জেন্টল এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং স্কিনের ডেড সেলস রিমুভ করে
  • স্কিন কমপ্লেক্সন স্মুথ করে
  • এর ফর্মুলা ব্যালান্সড হওয়ার কারণে ইরিটেশন হয় না
  • একনে স্পট রিমুভ করতে হেল্প করবে
  • স্কিনকে রিফ্রেশ করবে এবং ভেলভেটি ফিনিশ দিবে
  • স্কিনকে রাখবে ময়েশ্চারাইজড
  • সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী
  • সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে

যেভাবে ব্যবহার করবেন

  • ভেজা হাতে সামান্য ক্লিনজার স্কুইজ করে নিয়ে ফোম তৈরি করুন।
  • ফেইসে জেন্টলি ম্যাসাজ করুন।
  • পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সচেতনতা

  • শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করা যাবে
  • শিশুদের নাগালের বাইরে রাখুন
  • শুধু ত্বকে ব্যবহার উপযোগী
  • ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন

হেলদি স্কিন

যারা ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন তারা স্কিনকেয়ার রুটিনে এই ক্লিনজারটি অ্যাড করে নিন। কোনো প্রোডাক্টই ব্যবহারের সাথে সাথে রেজাল্ট বোঝা যায় না। ইফেক্টিভ রেজাল্ট পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হয়। তাই প্রোডাক্ট কেনার পর ২/৩ সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন, স্কিনকেয়ার রুটিন মেনে চলুন, খাদ্যাভ্যাস ঠিক রাখুন, লাইফস্টাইল হেলদি রাখুন – দেখবেন স্কিন আগের চেয়ে অনেক হেলদি ও গ্লোয়ি হবে।

স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপের বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন চারদিকে থেকে। চারদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।

ছবি – চারদিকে, সাটারস্টক

1 I like it
0 I don't like it