সকালে কর্মস্থলে যাওয়ার আগে শাওয়ার নিয়ে বের হলে বেশ রিফ্রেশ লাগে। আবার সারাদিন পর ঘরে ফিরে একটা রিফ্রেশিং শাওয়ার নিলে সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। আবার প্রচণ্ড গরমে রাতে ঘুমানোর আগে গোসল করলে রাতের ঘুমটাও বেশ আরামের হয়। রিফ্রেশমেন্টের জন্য শাওয়ারের গুরুত্ব এতটাই বেশি! তবে গোসলের সময় যদি ত্বকই ভালোভাবে পরিষ্কার না হয়, আবার গোসলের পর ত্বক নিষ্প্রাণ লাগে, তাহলে নিজের কাছেও ভালো লাগে না। এজন্য এমন শাওয়ার জেল প্রয়োজন, যেটা একইসাথে ত্বকও পরিষ্কার করবে এবং ত্বককে রাখবে সতেজ ও কোমল। আজ আমি এমনই একটি শাওয়ার জেল সম্পর্কে আপনাদের জানাবো।
শাওয়ার জেল কেন ব্যবহার করা উচিত?
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাবানের চেয়ে শাওয়ার জেল ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনেক সাবানে ক্ষার জাতীয় উপাদান ব্যবহার করা হয় যেগুলোর কারণে ত্বকে র্যাশ দেখা দিতে পারে, ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক। তাছাড়া এটির আরও কিছু উপকারিতা আছে। যেমন-
- স্কিনে দেয় সুদিং ও রিফ্রেশিং ফিল
- বডিকে প্রোপারলি ক্লিন ও এক্সফোলিয়েট করে
- ত্বক রাখে ময়েশ্চারাইজড
- হাইজিন সহজে মেইনটেইন করা যায়
- প্রতিদিন ব্যবহার করা যায়
- ত্বকে জমে থাকা ধুলোময়লা, জার্ম জেন্টলি রিমুভ করে
‘ভালো মানের বাজেটফ্রেন্ডলি’ শাওয়ার জেল
- শাওয়ার জেলের উপকারিতা সম্পর্কে আমার জানা থাকলেও কেনার আগে আমি শুরুতেই ভেবেছিলাম –
- যে ব্র্যান্ডটি আমি বেছে নিতে চাচ্ছি সেটা ভালো হবে তো?
- বাজেটফ্রেন্ডলি ও ভালো মানের হবে এমন শাওয়ার জেল কই পাব?
- স্কিনে কোনো প্রবলেম হবে না তো?
- বডি ক্লিন করবে তো?
- আমি ঠিক যেমনটা চাচ্ছি, মানে সুবাসিত ত্বক থাকবে অনেকক্ষণ – সেরকমটি পাবো তো?
- ত্বক শুষ্ক হয়ে যাবে না তো?
এই প্রশ্নগুলো সম্ভবত আমার মতো আপনাদেরও ভাবনায় এসেছে তাই না? এসব কিছু ভাবনায় রেখেই কিছুদিন আগে আমি বেছে নিয়েছিলাম স্কিনো রোজ সেন্টেড শাওয়ার জেল। এই ব্র্যান্ডটি আমি কেন বেছে নিয়েছি সেটাই জানিয়ে দিচ্ছি আগে।
‘স্কিনো’ ব্র্যান্ড নিয়ে কিছু কথা
ত্বক ভালো রাখার জন্য সব সময় আমি এমন প্রোডাক্ট বেছে নেয়ার চেষ্টা করি যেগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আমাদের আশেপাশেই এমন অনেক উপাদান আছে যেগুলো ত্বক ও চুল ভালো রাখার জন্য খুবই কার্যকরী। কিন্তু সরাসরি তুলে নিয়ে এসে সেগুলো ব্যবহার করা সম্ভব নয়। কিছু প্রসেসিং এর মধ্য দিয়ে সেগুলো আমাদের হাতে আসে এবং ব্যবহার উপযোগী হয়। ঠিক এমনই কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশী জনপ্রিয় একটি স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট কাজ করছে স্কিন ও হেয়ারের স্পেসিফিক কিছু প্রবলেমের সল্যুশনে। তাছাড়া এই প্রোডাক্টগুলো হার্মফুল কেমিক্যাল ফ্রি। দেশীয় ব্র্যান্ড বলে এটি বাজেটফ্রেন্ডলিও। তাই বাকি সব ব্র্যান্ডের মধ্য থেকে নিয়মিত ব্যবহারের জন্য এটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।
স্কিনো রোজ সেন্টেড শাওয়ার জেল রিভিউ (SKINO ROSE SCENTED SHOWER GEL)
এই শাওয়ার জেলটি কেনার আগে আমি আরও ২/৩টি ব্র্যান্ডের শাওয়ার জেল ব্যবহার করেছি। কিন্তু কোনোটা নিয়েও আমি তেমন সন্তুষ্ট হতে পারিনি। ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা বেশিক্ষণ সেন্টেড না থাকার মতো ইস্যুগুলো ছিলই। এসবের পর কনফিউশনে ছিলাম নতুন কোন ব্র্যান্ডটি ব্যবহার করা উচিত হবে। চারদিকে’র ওয়েবসাইট ঘুরে স্কিনো রোজ সেন্টেড শাওয়ার জেল এর খোঁজ পেলাম। সত্যি বলতে, এটি ব্যবহারের পর নতুন আর কোনো শাওয়ার জেল ব্যবহার করব কিনা সেটিই ভাবছি এখন!
শাওয়ার জেলটির মেইন ইনগ্রেডিয়েন্টস
রিফ্রেশিং শাওয়ার এর জন্য এই শাওয়ার জেলে আছে রোজ এক্সট্র্যাক্ট বা গোলাপ ফুলের নির্যাস এবং আরগান অয়েল। ত্বকের জন্য এই উপাদানগুলো কীভাবে কাজ করে চলুন জেনে নেই-
ত্বকের যত্নে গোলাপ ফুলের নির্যাসের কাজ
- ত্বককে উজ্জ্বল করে তোলে
- এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকে সুদিং ফিল দেয়
- এতে আরও আছে ভিটামিন সি যা কোলাজেন বুস্টিং এ হেল্প করে
- স্কিনের ময়েশ্চার ধরে রাখার জন্য এতে আছে ভিটামিন ই
- মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে স্কিনের ডেড সেলস ক্লিন করে
ত্বকের যত্নে আরগান অয়েলের উপকারিতা
- এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে।
- এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের শুষ্কভাব দূর করে সফটনেস ফিরিয়ে আনে।
রিফ্রেশিং শাওয়ার এর জন্য কেন এটি বেছে নিবেন?
মেইন ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে তো জানা হলো। কিন্তু শুধু এটুকু জেনেই কি একটি শাওয়ার জেল বেছে নেয়া যায়? মোটেও না! এটি বাছাই করার আগে আপনাকে আরও জানতে হবে এর বাকি বিশেষত্বগুলো সম্পর্কেও, বাজারে থাকা অন্যান্য জেল থেকে কেন এটি আলাদা সেটিও বুঝতে হবে। চলুন তাহলে জেনে নেয়া যাক।
১) গোলাপ ফুলের ঘ্রাণ এমনিতেও বেশ মাইল্ড ও রিফ্রেশিং হয়। তাছাড়া অনেকের কাছেই কড়া ঘ্রাণ ভালো লাগে না। এর রিফ্রেশিং ফ্রেগ্রেন্স দীর্ঘ সময় পর্যন্ত ত্বককে সুবাসিত রাখে। রিফ্রেশিং শাওয়ার শেষে এটাই তো আমরা চাই, তাই না?
২) পরিমাণেও খুব বেশি লাগে না। ক্যাপ সিস্টেম বলে বের করাটাও সহজ। অল্প পরিমাণে লুফায় নিলেই ফেনা তৈরি হয় যা দিয়ে পুরো শরীর ক্লিন করা সম্ভব।
৩) স্কিনে কোনো ধরনের স্টিকি ফিল দেয় না। বরং ত্বকে জমে থাকা ময়লা দূর করে সহজেই।
৪) ত্বকে কোনো ধরনের শুষ্কভাব থাকে না। ত্বক করে উজ্জ্বল, দেয় ইয়ুথফুল লুক এবং রাখে ময়েশ্চারাইজড, সফট ও রেডিয়েন্ট।
৫) এই শাওয়ার জেলটি সোপ ফ্রি অর্থাৎ এটিতে ফ্যাট ও অ্যালকালাইন ইনগ্রেডিয়েন্টস নেই। প্ল্যান্ট বেইজড ইনগ্রেডিয়েন্ট বলে ত্বকের জন্য সেইফ।
৬) বিভিন্ন ব্র্যান্ডের শাওয়ার জেল বাজারে আছে। সেগুলোর প্রাইস রেঞ্জ বেশ হাই। তাই অনেকেই এই প্রোডাক্টটি স্কিপ করে যান। কিন্তু স্কিনো’র এই শাওয়ার জেলটি বাজেটফ্রেন্ডলি। যার কারণে কর্মজীবী ও শিক্ষার্থী সবাই কিনতে পারবেন।
৭) এই শাওয়ার জেলটি সব ধরনের ত্বকের জন্য স্যুইটেবল। টিনেজাররাও ব্যবহার করতে পারবে।
ব্যবহারের নিয়ম
এই শাওয়ার জেলটি ব্যবহার করা খুব সহজ। বোতল থেকে লুফাতে ঢেলে নিন। ফেনা তৈরি করে নিন। ভেজা শরীরে জেন্টলি রাব করুন। শেষে ভালোভাবে পানি দিয়ে শরীর ধুয়ে ফেলুন। একবার ব্যবহারেই হবে রিফ্রেশিং শাওয়ার আর পাবেন গোলাপের সৌরভে সুবাসিত ত্বক।
প্যাকেজিং ও টেক্সচার
স্কিনো ব্র্যান্ডের এই শাওয়ার জেলটির প্যাকেজিং খুব সুন্দর। ২২০ মি.লি. এর বোতলে সিম্পল ও সুদিং নকশা করা। দেখতেও বেশ ভালো লাগে। আমার এমন হালকা প্যাকেজিং বেশ ভালো লাগে। আমার মনে হয়, আপনাদেরও ভালো লাগবে।
এই শাওয়ার জেলটির টেক্সচার বেশ লাইট। জেলের রঙটাও হালকা গোলাপি। হাতে নিলে ভালোভাবে বোঝা যায়। দাম অনুযায়ী পরিমাণ বেশ ভালোই। ওভারঅল আমি বেশ স্যাটিসফায়েড প্রোডাক্টটি নিয়ে।
শাওয়ার জেল কোনটি ব্যবহার করলে ত্বক ভালো থাকবে, কোনটি বাজেটফ্রেন্ডলি এবং গুণগত মানে ভালো – এসব নিয়ে কনফিউশনে আমরা অনেকেই থাকি। উপরের রিভিউ দেখে নিশ্চয়ই কনফিউশন অনেকটাই ক্লিয়ার হয়েছে আপনাদের। রিফ্রেশিং শাওয়ার শেষে সুবাসিত ত্বকের জন্য নিঃসন্দেহে বেছে নিতে পারেন এই প্রোডাক্টটি। চারিদিকে’র দুটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল ও নারায়ণগঞ্জ এর চাষাড়াতে আল জয়নাল ট্রেড সেন্টারে। ফিজিক্যালি কিনতে চাইলে এই দুটি আউটলেট ঘুরে আসতে পারেন। আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেতে চাইলে অর্ডার করতে পারেন চারিদিকে’র ওয়েবসাইট ও অ্যাপে।
ছবি – চারদিকে, সাটারস্টক