আপনার কি একনে প্রন এবং সেনসিটিভ স্কিন? মুখে কোন টোনার স্যুট করেনা? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আমরা যখন ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করি তখন অনেক সময়ই আমাদের মুখের স্কিনের pH লেভেল স্কিন টাইপ অনুযায়ী বাড়ে বা কমে। আর এই pH লেভেল কে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় টোনার। pH লেভেল ঠিক না থাকলে আমাদের স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যেতে পারে। তাই হেলদি, গ্লোয়িং এবং ইয়াং লুকিং স্কিন পেতে আজই রূপচর্চায় যোগ করুন আপনার স্কিন টাইপ অনুযায়ী টোনার।
টোনার ব্যবহারের উপকারিতা
স্কিন কেয়ারের প্রথম ধাপ হলো টোনার এপ্লাই করা। শুধু স্কিনের pH ব্যালেন্স করাই টোনারের কাজ নয়। টোনার এপ্লাই করার পর আমরা যদি সিরাম এবং ময়েশ্চারাইজার ব্যবহার করি তাহলে সেটা ত্বকের গভীরে গিয়ে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন স্কিন কেয়ারে টোনার এপ্লাই করা কতটা গুরুত্বপূর্ণ। চলুন টোনারের আরও কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক।
- টোনার ত্বকের pH লেভেল ঠিক রাখে।
- অতিরিক্ত সিবাম কন্ট্রোল করে।
- একনে প্রবলেম দূর করে।
- ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা ভেতর থেকে পরিষ্কার করে।
- ওপেন পোরস মিনিমাইজ করে।
- ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
- বয়সের ছাপ পরতে দেয় না।
- ত্বককে করে তোলে হেলদি এবং গ্লোয়িং।
স্কিন টাইপ অনুযায়ী টোনার ব্যবহার
স্কিন টাইপ অনুযায়ী বিভিন্ন ধরনের টোনার পাওয়া যায় বাজারে। যাদের নরমাল টু ড্রাই স্কিন তাদের জন্য রয়েছে হাইড্রেটিং টোনার। অয়েলি এবং একনে প্রন স্কিনের জন্য ব্যবহার করা উচিৎ টি-ট্রি, গ্রিন-টি, স্যালিসাইলিক এসিড বেজড টোনার। এছাড়াও যাদের সেনসিটিভ ও একনে প্রন স্কিন তারা Centella asiatica extract, Panthenol, Portulaca oleracea extract সমৃদ্ধ টোনার ব্যবহার করতে পারেন।
কিভাবে ব্যবহার করবেন?
আমরা প্রতিদিন-ই আমাদের মুখ ক্লিন করি, রাইট? অনেক সময় ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করার পর আমাদের মুখ ড্রাই লাগে কারণ এই সময় আমাদের ত্বকের pH লেভেল ঠিক থাকে না। এই pH লেভেল কে ঠিক করতে ব্যবহার করা হয় টোনার। টোনার আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন।
১. একটা কটন প্যাড নিন। তাতে সামান্য টোনার নিয়ে মুখে এপ্লাই করুন।
২. হাত একদম ক্লিন করুন। তারপর টোনার হাতে নিয়ে মুখে এপ্লাই করুন।
টোনার এপ্লাই করা হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করুন। যতক্ষণ পর্যন্ত টোনার মুখে অ্যাবজর্ব না হয়। তারপর মুখে সিরাম এবং ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।
আপনার জন্য বেস্ট টোনার
টোনারের এতো উপকারিতা জেনে এখনই টোনার কিনতে ইচ্ছে হচ্ছে? আবার কনফিউশনেও পড়ে যাচ্ছেন এতো এতো টোনারের ভেতর আপনার জন্য কোন টোনারটি বেস্ট হবে? আপনার স্কিন যদি সেনসিটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই প্রোডাক্ট চুজ করার আগে সতর্ক হওয়া উচিৎ। তাই আপনার সেনসিটিভ স্কিন টাইপ অনুযায়ী আমি রিকমেন্ড করছি GFORS ব্র্যান্ডের Centella Calming Facial Toner টি। GFORS ব্র্যান্ড ক্লেইম করে তাদের প্রতিটি 150ml Centella Calming Facial Toner এ রয়েছেঃ-
- 49,470 ppm Centella Asiatica Extract যা আপনার স্কিন কে ইরিটেশন থেকে রক্ষা করে এবং স্কিনকে ময়েশ্চারাইজড করে।
- এতে রয়েছে Panthenol যা একটি এন্টি ইনফ্লেমেটরি উপাদান। এটি আপনার স্কিনকে সুদিং এবং কাম করবে।
- এই টোনার টি তে আরও রয়েছে Portulaca oleracea extract যা আপনার স্কিনে এন্টি এজিং রোধ করে।
- এই টোনার টি ব্যবহারে স্কিনে কোলাজেন বুস্ট হয়।
- টোনারটি স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারকে প্রটেক্ট করে।
- এই টোনার ব্যবহারের ফলে আপনার স্কিন সতেজ থাকবে।
কোথা থেকে কিনবেন?
GFORS Centella Calming Facial Toner টি আপনি পেয়ে যাবেন Chardike.com-এ । টোনারটি কিনতে এখনই ভিজিট করুন চারদিকে ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে। অথেনটিক কোরিয়ান বিউটি প্রোডাক্ট কিনতে আমাদের সাথেই থাকুন। হ্যাপি শপিং!