এসিড বলতে আসলে সবাই কী বোঝে? এসিড এর নাম শুনলেই মনে হয় ল্যাবরেটরিতে বানানো কোনো রাসায়নিক পদার্থ। এসিডকে মূলত সবাই রাসায়নিক যৌগ হিসেবেই চেনেন। তবে স্কিনকেয়ার এ বেশ কিছু এসিড ব্যবহার করা হয় যা স্কিনকে নতুন রুপ দিতে বিশাল ভূমিকা পালন করে।
স্কিনকে নতুন রুপ দেয়ার মানে হলো স্কিনের যাবতীয় সাধারন সমস্যা যেমন, একনে ব্রেকআউট, রেডনেস, ইরিটেশন, ফ্লেকিনেস, ড্রাইনেস ও এ জাতীয় সমস্যা দূর করে স্কিনকে ভালো রাখা, স্কিনের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা।
ফেইস এসিড এই সব কাজগুলো করতে হেল্প করে এবং স্কিনকে হেলদি রাখে। তবে স্কিনে এসিড ইউজ করার আগে জেনে নিতে হবে বিগিনার হিসেবে কোন কোন এসিড কী কী ধরনের স্কিনের জন্য স্যুটেবল এবং কত পার্সেন্ট বিগিনার হিসেবে ইউজ করা সেইফ। প্রশ্ন হলো কীভাবে ফেইস এসিড ব্যবহার করা শুরু করা যেতে পারে বা কী কী সতর্কতা অবলম্বন করলে স্কিনে সেই এসিড ভালো কাজ করবে।
তাই তার আগে কমন কিছু ফেইস এসিড সম্পর্কে জেনে নেয়া ভালো।
Lactic Acid
Lactic Acid এক ধরনের AHA বা Alpha Hydroxy Acid যা যেকোনো ধরনের স্কিনের জন্য অনেক মাইল্ড। তাই যাদের স্কিন সেনসিটিভ, অয়েলি বা ড্রাই ও একনের প্রবলেম আছে কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করবে এমন এসিড চায় তাদের জন্য একদম শুরুতে Lactic Acid ব্যবহার করার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এই এসিড এর মলিকিউল বড় হওয়ায় স্কিনের গভীরে যেতে পারেনা তাই এটি স্কিনের উপরিভাগেই থাকে আর ডেড স্কিন সেলস দূর করে। পাশাপাশি স্কিনকে ময়শ্চারাইজড রাখতে হেল্প করে।
আবার এই এসিড স্কিনের ফ্লেকিনেস রিমুভ করে, স্কিন টোন ইমপ্রুভ করে ও স্কিনের কোনো জায়গা ডিসকালারড হয়ে গেলে সেটা ঠিক করে।
এছাড়াও ল্যাকটিক এসিড স্কিনের এজিং প্রসেস স্লো করে, হাইপারপিগমেন্টেশন দূর করে।
তাই বিগিনার হিসেবে কেউ যদি স্কিনে এসিড ইউজ করতে চান তাহলে তার ল্যাকটিক এসিড দিয়ে শুরু করা উচিৎ। এই এসিডের কনসেনট্রেশন ৫% থেকে শুরু করা রেকমেন্ডেড।
Want to try? Buy now at Chardike.com
Cosrx AC Collection Calming Liquid Intensive- 125m
Glycolic Acid
AHA পরিবারের আরেকটি এসিড হলো Glycolic Acid। Glycolic Acid স্কিনের গভীরে সহজেই যেতে পারে কারন এর মলিকিউল গুলো ছোটো। তাই স্কিনের গভীর থেকে ডেড সেলস দূর করে স্কিনকে দেয় ক্লিয়ার, সফট ও ফ্রেশ লুক। আবার স্কিন থেকে ডার্ক স্পট রিমুভ করে, হাইপারপিগমেন্টেশন এর উপর কাজ করে, একনে স্কারস ফেডিং এ হেল্প করে ও স্কিন টেক্সচার স্মুথ করে স্কিনকে বেবি সফট করে।
অন্যদিকে এটি স্কিনের এজিং প্রসেস স্লো করে, স্কিনে হেলদি গ্লো আনে।
এটি যেহেতু এক্সফলিয়েশনে অনেক ভালো কাজ করে, তাই বেশ কিছু সিরাম ও ক্লিঞ্জার এ Glycolic Acid ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি প্রথমবার এই এসিড ব্যবহার করা হয় তাহলে চেষ্টা করতে হবে সবচেয়ে লো পারসেন্টেজ এ ইউজ করতে। আর প্রথমদিকে সপ্তাহে একদিন করে ইউজ করা শুরু করতে হবে। এতে স্কিনে ইরিটেশন হওয়ার সম্ভাবনা থাকেনা আবার স্কিন ওভারড্রাই হয়না। কারন, এটি স্কিনে কেমিক্যাল পিলিং এর কাজ করে।
কখনোই বিগিনার হিসেবে ১০% এর উপরে Glycolic Acid যুক্ত প্রোডাক্ট উইকে ১ দিনের বেশি ব্যবহার করা উচিৎ নয়।
Want to try? Buy now at Chardike.com
Cos De BAHA Glycolic Acid 10% AHA Serum (G)- 30ml
Hyaluronic Acid
Hyaluronic Acid এ Humectant নামক এক ধরনের পদার্থ থাকার কারনে এটি যখন স্কিনে অ্যাপ্লাই করা হয় তখন স্কিনের ভেতরে বাইরের বাতাস থেকে পানি অ্যাড হয়। এতে স্কিন থাকে ময়শ্চারাইজড ও সফট। আবার এতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট প্রপার্টিজ যা স্কিনকে অক্সিডাইজ করে এমন কিছুকে স্কিন থেকে সরিয়ে ফেলতে হেল্প করে।
তাই যাদের স্কিনে ময়শ্চার খুব তাড়াতাড়ি লস হয়, যাদের ড্রাই স্কিন ও অয়েলি কিন্তু ডিহাইড্রেটেড স্কিন তাদের জন্য Humectant যুক্ত Hyaluronic Acid খুবই ভালো কাজ করে।
Hyaluronic Acid সিরাম, এসেন্স বা ময়শ্চারাইজার এ ইউজ করা হয় এবং যেকোনো ধরনের স্কিনেই এটি স্যুটেবল। এমনকি এটি স্কিনকে এক্সট্রা অয়েলি করে ফেলেনা তাই গরমকালেও এটি ইউজ করতে বেশ আরামদায়ক লাগে।
Want to try? Buy now at Chardike.com
Cos De BAHA Hyaluronic Acid Serum (HS)- 60ml
Coxir Ultra Hyaluronic Toner- 150ml
Iunik Vitamin Hyaluronic Acid Vitalizing Toner- 200ml
Cosrx Hyaluronic Acid Hydra Power Essence- 100ml
Cosrx Hyaluronic Acid Intensive Cream- 100ml
Salicylic Acid
Salicylic Acid হলো এক ধরনের BHA যা পোরস আনক্লগ করতে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ট্রিট করতে, মোটকথা, এক্সফলিয়েশনে বেশ ভালো কাজ করে। এই এসিড সবথেকে ভালো কাজ করে তাদের স্কিনে যাদের স্কিন একনে প্রোন ও অয়েলি।সেনসিটিভ স্কিনের জন্য এই এসিড খুব একটা ভালো সমাধান নয়।
আবার এই এসিড স্কিনকে একনে মুক্ত রাখতে ও দারুন কাজ করে কারন এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। এছাড়াও এটি স্কিন টেক্সচার ইমপ্রুভ করতে সাহায্য করে।
এই এসিড যেহেতু এক্সফলিয়েশনে হেল্প করে, সেহেতু এটি স্কিনের হাইপারপিগমেন্টেশন, ডার্ক স্পটস ও একনে স্পটস হালকা করতে ও ভূমিকা রাখে।
Want to try? Buy now at Chardike.com
Cos De BAHA Salicylic Acid BHA 4% Serum (S4)- 30ml
Cos De BAHA Salicylic Acid BHA 2% Liquid (S2)- 120ml
Tiam AC Fighting AHA BHA PHA Toner- 180ml
Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam- 100ml
Some By Mi AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam- 100ml
Ascorbic Acid (Vitamin C)
Ascorbic Acid হলো ভিটামিন সি এর সবচেয়ে বিশুদ্ধ একটা সোর্স। তাই Citric acid থেকে Ascorbic Acid আলাদা, যদিও দুটো ইনগ্রেডিয়েন্ট এই ভিটামিন সি আছে। এটি একইসাথে ব্রাইটেনিং ও অ্যান্টি এজিং এর কাজ করে। পাশাপাশি অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় এটি স্কিনকে অক্সিডাইজেশন এর হাত থেকে রক্ষা করে, স্কিন ব্রাইট করতেও বেশ হেল্প করে। তবে সেনসিটিভ স্কিনে ইউজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা উচিত। অল্প পরিমানে ইউজ করা উচিত অথবা প্যাচ টেস্ট করে নেয়া ভালো।
আবার এটি সান ট্যান রিমুভ করতে অনেক হেল্প করে। অন্যদিকে, সানস্ক্রিনের সাথে ও এই এসিড স্কিনকে প্রোটেক্ট করার কাজ করে।
Want to try? Buy now at Chardike.com
Purito Pure Vitamin C Serum- 60ml
Klairs Freshly Juiced Vitamin Drop – 35ml
Cos De BAHA Vitamin C 15% Serum (VA)- 30ml
Reference
- https://beminimalist.co/blogs/skin-care/the-beginner-s-guide-aha-to-the-world-of-face-acids
- https://www.thecut.com/2015/01/everything-you-need-to-know-about-face-acids.html
- https://www.everydayhealth.com/skin-beauty/a-comprehensive-guide-to-using-acids-in-your-skin-care-routine/
- https://coveteur.com/2019/12/05/dermatologist-skin-care-acids-guide/