মাত্র ১০০০ টাকাতেই কোরিয়ান প্রোডাক্টস দিয়ে স্কিন কেয়ার করুন!

মাত্র ১০০০ টাকাতেই কোরিয়ান প্রোডাক্টস দিয়ে স্কিন কেয়ার করুন!

যারা স্কিন কেয়ার করতে ভালোবাসেন, কোরিয়ান স্কিন কেয়ার আইটেম তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। কেন জানেন? কারণ বিভিন্ন স্কিন কনসার্ন ইফেকটিভলি সলভ করে স্কিনকে হেলদি করে তুলতে কোরিয়ান স্কিনকেয়ার প্রোডাক্টস খুব ভালো কাজ করে।

কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য প্রোডাক্টের চাইতে ভালো হওয়ায় যারা স্টুডেন্ট কিংবা যাদের বাজেট লিমিটেড, তাদের সবসময় প্রশ্ন থাকে যে কম বাজেটে এই প্রোডাক্টগুলো কেনা পসিবল কিনা। অবশ্যই পসিবল! আজকের ফিচারে আমি শেয়ার করবো কিভাবে মাত্র ১০০০ টাকায় আপনারা কোরিয়ান প্রোডাক্টস দিয়ে স্কিন কেয়ার করতে পারবেন সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

ক্লিনজিং অয়েল
ডাবল ক্লিনজিং আমাদের স্কিনকেয়ারের সবচাইতে ইম্পর্ট্যান্ট স্টেপগুলোর একটি। যাদের রেগুলার বেসিসে মেকআপ করতে হয়, তাদের জন্য এটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। কারণ এটি স্কিনে জমে থাকা সব মেকআপ, সানস্ক্রিন কিংবা ধুলাবালি পরিষ্কার করে ফেলতে পারে। ১০০০ টাকা বাজেট হলে আপনারা ক্লিনজিং অয়েল হিসেবে বেছে নিতে পারেন –

Cosrx ব্র‍্যান্ডের Pure Fit Cica Clear Cleansing Oil 50ml , মূল্যঃ ৬৩০ টাকা।

এই মাইল্ড ও লাইটওয়েইট ক্লিনজিং অয়েলে রয়েছে ৭ রকম ন্যাচারাল অয়েল এবং Pure Fit Cica 7 Complex, যা স্কিনকে ময়েশ্চারাইজড রাখতে হেল্প করে।

Cosrx Pure Fit Cica Clear Cleansing Oil- 50ml

Banila Co ব্র‍্যান্ডের Clean It Zero Cleansing Balm 7ml , মূল্যঃ ৫৫০ টাকা।

প্যারাবেন, সালফেট ও অ্যালকোহল ফ্রি এই ক্লিনজিং বাম যেকোনো স্কিনটাইপেই ইউজ করা যায় এবং এটি স্কিনকে ডিপলি ক্লিন করে।

Banila Co Clean It Zero Cleansing Balm Original- 7ml

ফেইসওয়াশ
ডাবল ক্লিনজিংয়ের সেকেন্ড স্টেপ হলো একটি ফেইসওয়াশের সাহায্যে ফেইস ভালোমতো ক্লিন করে নেয়া। আমি ১০০০ টাকার মধ্যে আপনাদের ২ ধরণের ফেইসওয়াশ সাজেস্ট করবো।

3w Clinic ব্র‍্যান্ডের Cleansing Foam, মূল্যঃ ৭৫০ টাকা।

অ্যাফোর্ডেবল ব্র‍্যান্ডের মধ্যে 3w Clinic ব্র‍্যান্ডটি সবার বেশ পছন্দ। এই ব্র‍্যান্ডের কয়েক ধরণের ক্লিনজিং ফোম বা ফেইসওয়াশ রয়েছে। যেমনঃ 3w Clinic Brown Rice Foam Cleansing (স্কিন ময়েশ্চারাইজ এবং ব্রাইট করে), 3w Clinic Charcoal Cleansing Foam (স্কিন ডিপলি ক্লিন করে), 3w Clinic Collagen Foam Cleansing (স্কিনের ইরিটেশন ও রাফ ভাব কমায়), 3w Clinic Green Tea Cleansing Foam (স্কিন ব্রাইট, সফট ও স্মুদ করে) ইত্যাদি। এগুলোর মধ্য থেকে নিজের পছন্দের ফেইসওয়াশটি বেছে নিতে পারেন।

Beaute Melasma ব্র‍্যান্ডের Aha Bha Brightening Foam Cleansing 160ml , মূল্যঃ ৯০০ টাকা।

এই ফোমিং ক্লিনজার স্কিনকে ডিপলি এক্সফোলিয়েট করতে হেল্প করে এবং স্কিনের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমিয়ে স্কিন স্মুদ ও ব্রাইট করে তোলে।

Beaute Melasma-X Aha Bha Brightening Foam Cleansing- 160ml

টোনার
ফেইস ক্লিন করার সময়ে আমাদের পোরস গুলো ওপেন হয়ে যায়, যা বন্ধ করতে টোনার ইউজ করা হয়। লিমিটেড বাজেটের মধ্যে এই টোনারগুলো খুব ভালো কাজ করে-

Cosrx ব্র‍্যান্ডের AHA BHA Vitamin C Daily Toner 50ml , মূল্যঃ ৮০০ টাকা।

এই এক্সফোলিয়েটিং টোনারটি আমাদের ফেইসে জমে থাকা ডেড স্কিল সেল দূর করে এবং একইসাথে পোরস ক্লিন করতেও হেল্প করে।

Cosrx AHA BHA Vitamin C Daily Toner- 50ml

Purito ব্র‍্যান্ডের Centella Unscented Toner 30ml , মূল্যঃ ৮০০ টাকা।

সেনসিটিভ স্কিনের জন্য পারফেক্ট এই টোনারটি স্কিনের ইরিটেশন দূর করার পাশাপাশি স্কিন সফট রাখে।

Purito Centella Unscented Toner- 30ml

ময়েশ্চারাইজার
যেকোনো স্কিনটাইপের জন্য যে প্রোডাক্টটি ছাড়া স্কিন কেয়ার অসম্পূর্ণ থেকে যায়, সেটি হলো ময়েশ্চারাইজার। ১০০০ টাকা বাজেটের ভেতর ভালো ময়েশ্চারাইজার পাওয়া যাবে কিনা, তা নিয়ে আপনাদের ভাবনা দূর করতেই সাজেস্ট করছি এই ময়েশ্চারাইজারটি।

Nature Republic ব্র‍্যান্ডের Aloe Vera 92% Soothing Gel টিতে রয়েছে অর্গানিক অ্যালোভেরার পাশাপাশি ভিটামিন ই ও সি, যা ত্বকে হাইড্রেশন ধরে রাখতে খুব ভালো কাজ করে। এটিকে ময়েশ্চারাইজার হিসেবে ফেইস, হাত ও পায়ে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফেইস মাস্ক কিংবা হেয়ার মাস্ক হিসেবেও এটি ব্যবহার করা যাবে। এই সুদিং জেলটির মূল্য মাত্র ৯০০ টাকা।

Nature Republic Aloe Vera 92% Soothing Gel- 300ml

সিরাম
সিরাম এমন একটি স্কিনকেয়ার প্রোডাক্ট যেটির বেনিফিট বলে শেষ করা যাবেনা। যারা নিজেদের স্কিনকেয়ার রুটিনে সিরাম অ্যাড করতে চাইছেন কিন্তু বাজেট কম, তারা নিজেদের স্কিন কনসার্ন বুঝে এই সিরামগুলোর যেকোনো একটি ট্রাই করতে পারেন।

Purito ব্র‍্যান্ডের Centella Unscented Serum 15ml , মূল্যঃ ৭৫০ টাকা।

এই সিরামটি মূলত সেনসিটিভ স্কিনকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এই সিরামটি ফেইসের বিভিন্ন সমস্যা যেমনঃ ইরিটেশন কিংবা ড্যামেজড স্কিনের মতো প্রবলেমগুলো সলভ করে ও স্কিনকে হেলদি রাখে।

Purito Centella Unscented Serum- 15ml

Cos De BAHA ব্র‍্যান্ডের Galactomyces 94% Serum 30ml , মূল্যঃ ৯৭০ টাকা।

সত্যি বলতে এই সিরামটি দারুণ কাজের। যেকোনো স্কিনটাইপের মানুষই এটি ইউজ করতে পারেন। এটি ফেইসে থাকা অ্যাকনি কমায়, হাইপারপিগমেন্টেশন কমায়, পোর মিনিমাইজ করে এবং একইসাথে ডাল হয়ে যাওয়া ফেইসকে ব্রাইট ও গ্লোয়িং করে তোলে।

Cos De BAHA Galactomyces 94% Serum (GN)- 30ml

কি? বিশ্বাস হলো তো মাত্র এক হাজার টাকা বাজেট নিয়েও কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস পারচেজ করা পসিবল? আমি এমনভাবে আপনাদের প্রোডাক্টগুলো সাজেস্ট করার ট্রাই করেছি, যাতে সবাই এই প্রোডাক্টগুলো পারচেজ করে দেখতে পারেন।

পরিশেষেঃ সবার জন্য সাজেশন থাকবে কখনোই অনেকগুলো নতুন স্কিনকেয়ার প্রোডাক্ট একসাথে স্কিন কেয়ার রুটিন এড করবেন না। এতে করে স্কিনে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছুদিন গ্যাপ দিয়ে তারপর একেকটি প্রোডাক্ট অ্যাড করুন। এতে প্রোপার বেনিফিট পেতে সক্ষম হবেন।

 

0 I like it
2 I don't like it

Leave a Reply

You must be logged in to post a comment.